TRENDING:

EPFO: PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করল সরকার, অ্যাডভান্স তুলতে চাইলে দেখে নিন কী করতে হবে

Last Updated:

কীভাবে তুলবেন পিএফ-এর টাকা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীপাবলির আগে থেকেই পিএফ সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে EPFO-এর তরফে সুদের টাকা ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে ৷ আপনিও যদি উৎসবের আগে পিএফ থেকে টাকা তুলতে চান তাহলে দেখে নিন পুরো পদ্ধতি ৷ ইপিএফ থেকে ১ লক্ষ টাকা অ্যাডভান্স তুলতে পারবেন সাবস্ক্রাইবার্সরা ৷ কোনওরকমের মেডিক্যাল এমারজেন্সির (Medical Emergency) সময় এই টাকা তোলা যেতে পারে ৷
advertisement

আরও পড়ুন: আবগারি শুল্ক কমানোর পর দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

আগেও মেডিক্যাল এমারজেন্সির সময় ইপিএফ থেকে টাকা তোলা যেত ৷ কিন্তু তখন বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যেত ৷ নয়া মেডিক্যাল অ্যাডভান্স পরিষেবা আগের ব্যবস্থা থেকে অনেকটাই আলাদা ৷ এখানে আপনাকে কোনও বিল জমা দিতে হবে না ৷ আপনাকে কেবল আবেদন করতে হবে এবং তিনদিনের বদলে মাত্র ১ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷

advertisement

আরও পড়ুন: পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা কমছে দাম! দীপাবলির আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কীভাবে তুলবেন পিএফ-এর টাকা

  1. এর জন্য প্রথমে epfindia.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে
  2. ওয়েবসাইটের হোম পেজে উপরে ডান দিকে অনলাইন অ্যাডভান্স ক্লেমে ক্লিক করতে হবে
  3. advertisement

  4. এরপর unifiedportalmem.epfindia.gov.in/memberinterface এ যেতে হবে
  5. অনলাইন পরিষেবায় গিয়ে ক্লেম ফর্ম 31,19,10 সি এবং ১০ ডি ফিলআপ করতে হবে
  6. ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের চার ডিজিট দিতে হবে
  7. Proceed for Online Claim এ ক্লিক করতে হবে
  8. ড্রপডাউন থেকে PF Advance সিলেক্ট করতে হবে
  9. advertisement

  10. টাকা তোলার কারণ সিলেক্ট করতে হবে ৷ টাকার অঙ্ক দিয়ে চেকের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷ এরপর নিজের ঠিকানা দিতে হবে ৷
  11. Get Aadhaar OTP-তে ক্লিক করতে হবে এবং আধার লিঙ্কড মোবাইলে পাওয়া ওটিপি দিতে হবে
  12. এইভাবে আপনার ক্লেম ফাইল হয়ে যাবে ৷ এক ঘণ্টার মধ্যে পিএফ ক্লেমের টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে ৷
  13. advertisement

আরও পড়ুন: Diwali-র আগেই মেগা বাম্পার খবর! সরষের তেল-সহ সব রকমের ভোজ্য তেলের দামে জোরদার পতন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিএফ অ্যাকাউন্টে এখনও সুদের টাকা না ক্রেডিট হয়ে থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ শীঘ্রই এই টাকা ট্রান্সফার করা হবে ৷ জোন হিসেবে টাকা ক্রেডিট করার কারনে সময় লাগতে পারে ৷ ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করল সরকার, অ্যাডভান্স তুলতে চাইলে দেখে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল