মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালে সোনার দাম ০.৬৫ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৩,৩৩২ টাকা হয়ে গিয়েছে ৷ এটা ২৪ ক্যারেট সোনার দাম ৷ একই ভাবে রুপোর দাম ১ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৯,৭৬১ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন রেট জারি, আপনার শহরে কত টাকায় মিলছে জ্বালানি
advertisement
অন্যান্য দামি ধাতুর মধ্যে প্ল্যাটিনাম দাম ১.২ শতাংশ বেড়ে ১০০১.৫৭ ডলার ও প্যালেডিয়াম ১.৬ শতাংশ বেড়ে ২৪০৬.৮৫ ডলারে পৌঁছে গিয়েছে ৷
ভারত, আমেরিকা-সহ বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে সোনা ও রুপোর দাম বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের অনুমান, মার্কিন খুচরা মূল্যস্ফীতি বর্তমানে গত ৪০ বছরে সর্বোচ্চ এবং সুদের রেট বাড়তে থাকায় সোনার দাম ২০০০ ডলার প্রতি আউন্স পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ একই ভাবে রুপোর দাম ২৭ ডউন্স পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷ এর প্রভাব সরাসরি দেশের বাজারের সোনা ও রুপোর উপরেও পড়েছে ৷
আরও পড়ুন: ১ লাখ বেড়ে ৭১ লাখ! আপনার কাছে আছে নাকি এই বাম্পার শেয়ার?
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা (Consumer) সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ থাকলে সেটাও জানাতে পারবেন ৷
আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে টাকা পয়সার বৃষ্টি! বিনিয়োগ করলেই মালামাল নিমেষেই
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
সোনা ও রুপোর দাম বাড়িতে বসেই সহজেই জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে মেসেজে সোনা ও রুপোর লেটেস্ট দাম চলে আসবে ৷