আরও পড়ুন: বিনামূল্যে মিলবে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার, ১ এপ্রিল থেকে এখানে CNG হবে সস্তা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ সমাপ্ত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মিলতেই একদিন আগেই সোনার দাম ১.২ শতাংশ কমে ৫০,৩৫৪ টাকায় হয়ে গিয়েছিল ৷ গত এক মাসে সোনার এটাই সবচেয়ে কম দাম ছিল ৷
advertisement
রুপোর দামে বড় চমক-
এমসিএক্সে বুধবার রুপোর দাম ০.২৩ শতাংশ বেশি বেড়েছে যার জেরে রুপোর দাম একবার ফের ৬৭ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷ এদিন প্রতি কিলোতে রুপোর দাম ৬৭,১০২ টাকা ৷ এর আগে রুপোর দাম ৬৭ হাজার টাকা নীচে চলে এসেছে ৷
আরও পড়ুন: লাগামছাড়া জ্বালানি, আজও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
গ্লোবাল মার্কেটে বাড়ল দাম-
বিশ্ব বাজারে সোনার দাম গত কয়েকদিনে ২ শতাংশ কমে যাওয়ার পর এদিন ০.১ শতাংশ বেড়ে গিয়েছে ৷ বুধবার গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১৯২০.৬ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২৫ শতাংশ বেড়ে ২৪.৯৯ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
আরও পড়ুন: স্বাস্থ্য বিমায় কী কী মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যাবে, জেনে ফায়দা ওঠান
বিশেষজ্ঞদের অনুমান-
বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে শেষ হওয়ার পর সোনা ও রুপোর দামে বিপুল পতন দেখার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছে সোনার বড় ভান্ডার রয়েছে যা তারা গ্লোবাল মার্কেটে বিক্রি করতে চাইছে ৷ এই সোনা বাজারে চলে এলে সাপ্লাই বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে ৷