সংস্থাগুলি লাগাতার ১৩ দিন পেট্রোল-ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ এর আগে শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে ৷ এর আগে সংস্থাগুলি ২২ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ১৪ বার তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যার জেরে প্রতি লিটারে ১০ টাকা দাম বেড়ে গিয়েছে ৷ এখন দিল্লিতে ১০৫ টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে ৷ মুম্বইয়ে ১২০ টাকা পেট্রোলের দাম ৷
advertisement
আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে টাকা পয়সার বৃষ্টি! বিনিয়োগ করলেই মালামাল নিমেষেই
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
- চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
- কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম-
- নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
- লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
- পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
- পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
আরও পড়ুন: কলেজ জীবন থেকেই বিনিয়োগ শুরু করতে চান? রইল ৭ টিপস
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
আরও পড়ুন: ৯৫ শতাংশ রিটার্ন! ১ লক্ষ টাকা একলাফে বেড়ে ৯৫ লক্ষ, আপনার কাছে এই শেয়ার আছে?
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷