এমসিএক্সে এদিন সকাল ৯.১০ মিনিটে সোনার দাম ৮ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৩৭১ হয়ে গিয়েছে ৷ এই রেট কেবল ২৪ ক্যারেট শুদ্ধতা সোনার, রুপোর দামেও বদল দেখা গিয়েছে ৷ এমসিএক্সে ৭৮ টাকা দাম কমে প্রতি কিলোতে রুপোর দাম হয়েছে ৬৭,৬১৪ টাকা ৷ গত কয়েকদিনে রুপোর দাম ৬৮ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: শীঘ্রই মিটিয়ে নিন ব্যাঙ্কের জরুরি কাজ, লাগাতার ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
বিশ্ব বাজারে দাম বাড়ছে সোনার-
ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলেও গ্লোবাল মার্কেটে হু হু করে বেড়ে চলেছে দাম ৷ নিউইর্য়কের বাজারে সোনার দাম ০.০৩১ শতাংশ বেড়ে ১৯২২.২৮ ডলার প্রতি আউন্স হিসেবে বিক্রি হচ্ছে ৷ একই ভাবে রুপোর দাম ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৪.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: আজ ফের বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন লেটেস্ট রেট
দু’দিনে ৮ ডলার সস্তা হয়েছে সোনা-
গ্লোবাল মার্কেটে সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ দু’দিন আগে সোনার দাম প্রতি আউন্সে ১৯৩০.৫০ ডলার ছিল ৷ এখন যার দাম ৮ ডলার কমে গিয়েছে ৷ রুপোর দাম দু’দিন আগে প্রতি আউন্সে ২৫.৩৫ ডলার ছিল যা থেকে এখন ০.৭৫ ডলার দাম কমেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারে দাম আরও কমলে লাভবান হবেন ভারতীয় গ্রাহকরা ৷
আরও পড়ুন: বিনিয়োগ ন্যূনতম, এই তিন ব্যবসায় লাভ-ই লাভ!
বিশেষজ্ঞদের অনুমান-
বাজার বিশেষজ্ঞদের অনুমান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ শেষ হওয়ার পর সোনার দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছেও সোনার বড় ভান্ডার রয়েছে এবং সেটা বিশ্ব বাজারে বিক্রি করতে চাইছে রাশিয়া ৷ এই সোনা বাজারে এসে গেলে সাপ্লাই বেড়ে যাবে এবং দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷