আরও পড়ুন: ইন্টারনেট ছাড়া মাত্র ২ মিনিটে জেনে নিন আপনার PF ব্যালেন্স!
কোন কোন মাসে পিএম কিষান কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় ?
প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে ৷ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে সরকার ৷
advertisement
অনলাইন রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ অনলাইনে বাড়িতে বসে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
আরও পড়ুন: বাম্পার আয়ের সুযোগ, এখানে ইনভেস্ট করলে এই সময়ের মধ্যে ডবল হয়ে যাবে টাকা
এই ভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন
- প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- এরপর Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’ অপশন সিলেক্ট করতে হবে
- এবার আধার নম্বর দিতে হবে
- রাজ্য সিলেক্ট করে ক্যাপচা কোড দিয়ে প্রসেস আগে বাড়াতে হবে
- এই ফর্মে আপনাকে আপনার পুরো পার্সোনাল তথ্য দিতে হবে
- পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য দিতে হবে
জেনে নিন কোন কৃষকরা এই সুবিধা পাবেন ?
পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর অর্থাৎ ৫ একর কৃষি যোগ্য জমি রয়েছে ৷ যে কৃষকরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাঁরা এই যোজনার সুবিধা নিতে পারবেন না ৷
আরও পড়ুন: দাম বাড়ল সোনা ও রুপোর! কেনার আগে চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম....
কী কারণে আটকে যায় যোজনার টাকা ?
অনেক সময় সরকারের তরফে টাকা ট্রান্সফার করা হলেও সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় না ৷ বেশির ভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ভুল দেওয়ার কারণে এরকমটা হয়ে থাকে ৷