TRENDING:

Petrol Diesel Prices Today : জারি হয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের নতুন দাম, চেক করে নিন আপনার শহরে তেলের দাম

Last Updated:

Petrol Diesel Prices Today : নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের নতুন দাম ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে ৷ তবে এদিনও অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ এর মধ্যে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলারের উপরে রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছে, ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলারের নীচে না নামলে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement

আরও পড়ুন: এই মাসেই প্যান-আধার লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা! জানুন অনলাইন পদ্ধতি

ব্রেন্ট ক্রডের দাম বাড়তে থাকায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷ তবে শুক্রবার জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা, মুম্বইয়ে ১০৯.২৭ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি করা হচ্ছে ৷ মার্কেট বিশেষজ্ঞরা, বিশ্ব বাজারে বাড়তে থাকা অশোধিত তেলের দাম এবং দেশের বাজারে মুদ্রাস্ফীতির জেরে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সরকারকে ৷

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের সমস্ত সুবিধা গ্রহণ করছেন তো? না-করলে এখনই জেনে নিন!

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম

  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
  • advertisement

অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম

  • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • পোর্টব্লেয়ার - পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর, দেশে কমতে পারে বৈদ্যুতিক গাড়ির দাম এবং ব্যাটারি জিএসটি!

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today : জারি হয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের নতুন দাম, চেক করে নিন আপনার শহরে তেলের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল