PM KISAN জিওআই অ্যাপের মাধ্যমে করুন রেজিস্ট্রেশন-
পিএম কিষানের অনলাইন পোর্টাল www.pmkisan.gov.in বা মোবাইল অ্যাপের মাধ্যমে এই স্কিমে সহজেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এই স্কিম আরও মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এনআইসি (National Informatics Centre) একটি মোবাইল অ্যাপ ডেভেলপ ও ডিজাইন করেছে ৷ এই যোজনার লাভ নেওয়ার জন্য নিকটতম ডাকঘর সিএসসি কাউন্টার (Post Office CSC counters) থেকেও রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
advertisement
নতুন রেজিস্ট্রেশনের জন্য পিএম কিষানের পোর্টালের মাধ্যমে আবেদন করা যেতে পারে ৷ এর পাশাপাশি Google Play Store থেকে PMKisan GOI Mobile App ডাউনলোড করে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ মোবাইল অ্যাপের ভাষা আপনার স্থানীয় ভাষায় অনুবাদ করা যাবে ৷ খুব সহজেই যে কেউ এই অ্যাপের মাধ্যমে কিষান যোজনায় নিজেকে রেজিস্টার করাতে পারবেন ৷
দেখে নিন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া
- প্রথমে Google play store থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
- এবার অ্যাপ খুলে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
- আধার নম্বর, ক্যাপচা কোড সঠিক ভাবে দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
- এরপর রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড ইত্যাদি দিতে হবে
- সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতেই পিএম কিষান মোবাইল অ্যাপ আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে
- এই যোজনা সংক্রান্ত আরও তথ্য জানতে 155261 / 011-24300606 হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন