আরও পড়ুন: পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!
পেট্রোল ও ডিজেলে (Petrol Diesel Price Today) এক্সাইজ ডিউটি কমানো জেরে অনেকটাই দাম কমেছে জ্বালানির ৷ এর পাশাপাশি বেশ কিছু রাজ্য সরকারও তেলের দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ১২-১২ টাকা করে সস্তা হয়েছে ৷
advertisement
বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেল বিক্রি হচ্ছে ৮৬.৬৭ টাকায় ৷
আরও পড়ুন: আধার কার্ডে কীভাবে বদলাবেন নাম, ঠিকানা ও জন্মতারিখ ? দেখে নিন পুরো পদ্ধতি
এক নজরে দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
- দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
- শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮৯.২৬ টাকা ডিজেল ৭৭.১৩ টাকা
আরও পড়ুন: এই নম্বরে মিসড কল দিয়ে বুকিং করুন গ্যাস সিলিন্ডার, করতে পারেন হোয়াটসঅ্যাপও
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today)দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷