আরও পড়ুন: প্রতি মাসে ২৫০০ টাকা পাওয়ার জন্য দেখে নিন একবারে কত টাকা জমা করতে হবে?
সোনার দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ IIFL Securities এ কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের সভাপতি অনুজ গুপ্ত জানিয়েছেন, এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৭০০ টাকা হয়েছে ৷ শর্ট টার্মের জন্য ৪৮,৫০০ টাকায় সোনা কেনা যেতে পারে ৷
advertisement
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের এই অ্যাকাউন্টে কী কী বিশেষ সুবিধা মিলবে ? জেনে নিন...
দিল্লিতে সোনার দাম (Gold Price in Delhi)
Goodreturns অনুযায়ী, দিল্লির সরাফা বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪৭৮৫ টাকা৷ অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ৫২,২০০ টাকা প্রতি ১০ গ্রামে ৷ মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭৬৮০ টাকা ৷ ২৪ ক্যারেটের দাম ৪৮,৬৮০ টাকা ৷
আরও পড়ুন: শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের কোন কোন খরচ এডুকেশন লোনের আওতায় পড়বে?
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷