TRENDING:

PM Kisan: কবে মিলবে যোজনার ১১তম কিস্তির টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট

Last Updated:

PM Kisan: এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ জানুয়ারি ২০২২ ট্রান্সফার করে দিয়েছে সরকার ৷ এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ এর জন্য প্রথমে চেক করে নিন আপনার স্টেট্যাস ৷
advertisement

আরও পড়ুন: রেকর্ড মূল্য বৃদ্ধি অপরিশোধিত তেলের, দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম

এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস

প্রথমে পিএম কিষান যোজনার https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷

এখানে উপরের ডান দিকে Farmers Corner অপশন দেখতে পাবেন ৷

এরপর Beneficiary Status এ ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷

advertisement

নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটে নম্বরের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা চেক করে নিতে পারবেন ৷

আরও পড়ুন: বাড়ি থেকেই প্যান কার্ডে বদলাতে পারবেন নাম ও DOB, জানুন বিস্তারিত!

advertisement

যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে Get Data অপশনে ক্লিক করুন ৷

এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ অর্থাৎ কোন কিস্তির কত টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷

আরও পড়ুন: চাকরি ছেড়ে ২ লক্ষ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৫ লক্ষ টাকা

advertisement

নম্বম এবং অষ্টম কিস্তির টাকার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যদি FTO is generated and Payment confirmation is pending লেখা আসে তাহলে বুঝবেন আপনার টাকা প্রসেস হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কবে মিলবে যোজনার ১১তম কিস্তির টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল