তবে একটা ভাল খবর হচ্ছে, দেশের চার মহানগর- দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে পেট্রোল ৩৬ পয়সা সস্তা হয়ে ৯৬.৬৪ টাকা হয়েছে, ডিজেলের দাম ৩২ পয়সা কমে হয়েছে ৮৯.৮২ টাকা ৷ লখনউ-তে পেট্রোলের দাম ১৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৫৭ টাকা হয়েছে, ডিজেলের দাম ১২ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৯.৭৬ টাকা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: মাত্র ৯৯৯ টাকায় বুকিং করুন ইলেকট্রিক স্কুটার, ১৫ মিনিটের চার্জে দৌড়বে ৫০ কিমি
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
- দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: ১৩২ কোটি টাকা দাম গাড়ির নম্বরের, জানেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নম্বর কী?
অন্যান্য শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম-
- নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
- লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
- পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
- গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
সকাল ৬টায় জারি করা হয়ে থাকে পেট্রোল ও ডিজেলের দাম-
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে জ্বালানি কিনতে হয় উপভোক্তাদের ৷