আরও পড়ুন: আজ থেকে মিলবে সস্তায় সোনা, দেখে নিন ১ গ্রামের দাম
আমেরিকা ও ইউরোপের দেশগুলি ইউক্রেনের উপরে হওয়া হামলার বিরোধিতা করে লাগাতার নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করছে ৷ আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই বেড়েছে ৷ সোনার দাম ১ শতাংশ বেড়ে ১৯০৯.৮৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ১ শতাংশের বেশি বেড়ে ২৬ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: আগামী মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিং কী প্রভাবিত হবে ?
এই মাসে ৬ শতাংশ বেড়ে গিয়েছে সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ফেব্রুয়ারি মাসে ৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছে ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে আগামী দিনে আরও বাড়তে পারে সোনা ও রুপোর দাম বলে অনুমান বিশেষজ্ঞদের ৷ মার্চের শেষে সোনার দাম ৫৫ হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনকি ২০২২ এর শেষে ৬০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম ৷
আরও পড়ুন: রেকারিং ডিপোজিট খোলার কথা ভাবছেন? তার আগে অবশ্যই এগুলো জেনে নিন...
শুক্রবার শেয়ার বাজারের সূচক বাড়ায় কিছুটা দাম কমেছিল সোনার ৷ শুক্রবার এমসিএক্সে সোনার দাম ১.০৫ শতাংশ অর্থাৎ ৫৫৩ টাকা কমে ৫১ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছিল ৷ রুপোর দাম ১১০৫ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬৫৭৯৩ টাকা হয়ে গিয়েছিল ৷