আরও পড়ুন: পিএম কিষানের দশম কিস্তির জন্য শীঘ্রই করে নিন এই কাজটি, না হলে আটকে যাবে টাকা
রেকর্ড দাম থেকে ১০০০ টাকা সস্তায় মিলছে সোনা-
গত বছর ১১ নভেম্বর এমসিএক্সে সোনা ৫০,২৫৯ টাকায় ট্রেড করছিল ৷ রুপো ট্রেড করছিল ৬২,০৯৭ টাকা ৷ সেই হিসেব অনুযায়ী, বর্তমানে সোনা কেবল ১০০০ টাকা সস্তায় মিলছে ৷ প্রায় ৪০০০ টাকা দাম বেড়েছে রুপোর ৷ বিয়ের মরশুম শুরু হতে চলেছে ৷
advertisement
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত টাকা বাড়ল ......
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম
বাড়িতে বসেই এবার সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর মেসেজে সোনার লেটেস্ট দাম পাঠিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন: পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতার চেক করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে৷ ‘BIS Care app’ এর মাধ্যমে গ্রাহকরা সোনার (Gold) শুদ্ধতা (Purity) যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা পাশাপাশি সোনা সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন না ৷