কবে হবে নিলামি?
স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে ২৫ অক্টোবর ২০২১ এ মেগা ই-অকশন করা হবে ৷ এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি নিলাম করা হবে ৷ এখানে সঠিক দামে প্রপার্টি কেনার সুযোগ রয়েছে ৷
advertisement
কোথায় করতে হবে রেজিস্ট্রেশন?
ব্যাঙ্ক তাদের মেগা ই অকশনের জন্য ইচ্ছুর বিডারদের e Bkray পোর্টাল https://ibapi.in/ রেজিস্ট্রেশন করতে বলেছে ৷ এই পোর্টালে ‘বিডার্স রেজিস্ট্রেশন’-এ ক্লিক করার পর নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
দিতে হবে KYC ডকুমেন্টস -
বিডারদের তাঁদের কেওয়াইসি আপলোড করতে হবে ৷ KYC ডকুমেন্টস ই-নিলামি সার্বিস প্রভাইডারদের মাধ্যমে ভেরিফাই করা হবে ৷
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে
প্রপার্টির নিমালি বিষয়ে আরও বিস্তারিত জানতে https://bank.sbi/web/sbi in the news/auction notices/bank e auctions লিঙ্কে ক্লিক করতে হবে ৷
সময় সময়ে প্রপার্টি নিলাম করে থাকে ব্যাঙ্ক
যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের ঋণ শোধ করতে পারেনি সেই সমস্ত প্রপার্টি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করে নেয় ৷ এবং পরে নিলামির মাধ্যমে বকেয়া টাকা তুলে নেয় ৷