TRENDING:

Gold Prices : বাড়ল সোনার দাম, দেখে নিন আজকে ১০ গ্রামের দাম কত হল...

Last Updated:

Gold Prices : রাশিয়া ও ইউক্রেন সঙ্কটের জেরে ফের বাড়ল দাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্ব বাজারের প্রভাবের জেরে মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ গত ৬ দিনে দাম কমার পর এদিন ফের বাড়ল সোনালি ধাতুর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ০.১৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৪৮৫ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৪৭ টাকা বেড়ে প্রতি কিলোতে ৬৫,৪২১ টাকা হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া

গ্লোবাল মার্কেটে গত দু’বছরের তুলনায় ডলারের মূল্য শীর্ষে পৌঁছে গিয়েছে ৷ এর জেরে সোনায় বিনিয়োগ কমতে শুরু করেছে ৷ এছাড়া মার্কিন ফেড রিজার্ভের তরফে ভবিষ্যতে সুদের হার বাড়ার সঙ্কেত দেওয়ার জেরে সোনার দামে তার প্রভাব দেখা যাচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও

রাশিয়া ও ইউক্রেন সঙ্কটের জেরে ফের বাড়ল দাম-

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামার আপাতত কোনও সম্ভাবনা রয়েছে ৷ বাড়তে থাকা সঙ্কটের জেরে সোনার দামের উপর ফের প্রভাব পড়তে শুরু করেছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম এদিন সকালে ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৯০২.৪৬ ডলার হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: বন্ধ হল মারুতি সুজুকির বিখ্যাত অল্টো এবং এস-প্রেসো মডেল! কেন এই সিদ্ধান্ত?

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও ৷ বিশ্ব বাজারে রুপোর বর্তমান দাম প্রায় ১শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৩.৮৫ ডলার হয়েছে ৷ প্ল্যাটিনামের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৯২৬ ডলারে বিক্রি হচ্ছে , পেলেডিয়াম ২.১ শতাংশ বেড়ে ২১৮৯.১৮ ডলার হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে গ্লোবাল মার্কেটে আগামী দিনে সোনার দাম ১৮৮৫-১৮৭২ ডলার প্রতি আউন্স পর্যন্ত হতে পারে ৷ একই ভাবে রুপোর দাম ২৩.৪২-২৩.২০ ডলার প্রতি আউন্স হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়া দেশের বাজারে এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,২২০-৫১,০০০ টাকা এবং রুপোর দাম ৬৪৮০০ থেকে ৬৪৪৪০ টাকা প্রতি কিলোগ্রামের আসপাশে থাকার অনুমান রয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Prices : বাড়ল সোনার দাম, দেখে নিন আজকে ১০ গ্রামের দাম কত হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল