আরও পড়ুন: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া
গ্লোবাল মার্কেটে গত দু’বছরের তুলনায় ডলারের মূল্য শীর্ষে পৌঁছে গিয়েছে ৷ এর জেরে সোনায় বিনিয়োগ কমতে শুরু করেছে ৷ এছাড়া মার্কিন ফেড রিজার্ভের তরফে ভবিষ্যতে সুদের হার বাড়ার সঙ্কেত দেওয়ার জেরে সোনার দামে তার প্রভাব দেখা যাচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও
রাশিয়া ও ইউক্রেন সঙ্কটের জেরে ফের বাড়ল দাম-
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামার আপাতত কোনও সম্ভাবনা রয়েছে ৷ বাড়তে থাকা সঙ্কটের জেরে সোনার দামের উপর ফের প্রভাব পড়তে শুরু করেছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম এদিন সকালে ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৯০২.৪৬ ডলার হয়েছে ৷
আরও পড়ুন: বন্ধ হল মারুতি সুজুকির বিখ্যাত অল্টো এবং এস-প্রেসো মডেল! কেন এই সিদ্ধান্ত?
সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও ৷ বিশ্ব বাজারে রুপোর বর্তমান দাম প্রায় ১শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৩.৮৫ ডলার হয়েছে ৷ প্ল্যাটিনামের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৯২৬ ডলারে বিক্রি হচ্ছে , পেলেডিয়াম ২.১ শতাংশ বেড়ে ২১৮৯.১৮ ডলার হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে গ্লোবাল মার্কেটে আগামী দিনে সোনার দাম ১৮৮৫-১৮৭২ ডলার প্রতি আউন্স পর্যন্ত হতে পারে ৷ একই ভাবে রুপোর দাম ২৩.৪২-২৩.২০ ডলার প্রতি আউন্স হতে পারে ৷
এছাড়া দেশের বাজারে এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,২২০-৫১,০০০ টাকা এবং রুপোর দাম ৬৪৮০০ থেকে ৬৪৪৪০ টাকা প্রতি কিলোগ্রামের আসপাশে থাকার অনুমান রয়েছে ৷