আরও পড়ুন: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....
সম্প্রতি কেজরিওয়াল সরকার পেট্রোল ও ডিজেলের উপরে (slashes vat on petrol) ভ্যাট কমানোর ঘোষণা করেছিল ৷ এর জেরে একবারে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮টাকা করে কমে গিয়েছে ৷ দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম (Petrol Rate) ১০৩.৯৩ টাকা থেকে কমে ৯৫.৪১ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: মাইনর থেকে বিনিয়োগকারীর স্টেটাস বদলে মেজর করার ধাপগুলি কী কী?
এক নজরে দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol and Diesel Price Today)
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- গান্ধিনগর- পেট্রোল ৯৩.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
প্রতিদিন সকাল ৬টার সময় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: কার লোনের উপর টপ-আপ লোন কী ভাবে পাওয়া যাবে?
এই ভাবে চেক করে নিতে পারবেন আজকের পেট্রোল ও ডিজেলের দাম
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷