ডকুমেন্টসের হার্ডকপি জমা দেওয়ার দরকার নেই
পিএম কিষান যোজনার জন্য রেজিস্ট্রেশনের নয়া ব্যবস্থা অনুযায়ী এবার বিনা রেশন কার্ড নম্বর নাম নথিভুক্ত করা যাবে না ৷ এছাড়া আপনার চাষের জমির কাগজপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের হার্ডকপি জমা দেওয়ার বাধ্যতামূলক নিয়ম শেষ করে দেওয়া হয়েছে ৷ এবার ডকুমেন্টসের পিডিএফ ফাইল বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে ৷ এর জেরে কৃষকদের অনেকটাই সময় বেঁচে যাবে ৷
advertisement
কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে দশম কিস্তি
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দশম কিস্তির টাকা ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অ্যাকাউন্টে ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর এবারের কিস্তিতে ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা ট্রান্সফার করা হতে পারে ৷ তবে এখনও মোদি সরকারের তরফে এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এই সুবিধা নেওয়ার জন্য পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন (PM KISAN Registration) করানো বাধ্যতামূলক ৷
৩১ অক্টোবরের মধ্যে করে নিন রেজিস্ট্রেশন, মিলবে ৪০০০ টাকা
৩১ অক্টোবরের আগে রেজিস্ট্রেশন করালে পেয়ে যাবেন ৪০০০ টাকা ৷ কারণ পরপর দুটি কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ করা হলে নভেম্বরে (অগাস্ট-নভেম্বরের কিস্তির টাকা) ২০০০ টাকা পেয়ে যাবেন ৷ আর এরপরে ডিসেম্বরের কিস্তির ২০০০ টাকা পেয়ে যাবেন ৷
কোন কোন মাসে পিএম কিষানের টাকা ট্রান্সফার করা হয় ?
প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর ও মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷
বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
- অ্যাপ ওপেন করে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
- রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড দিতে হবে
- ফর্ম ফিলআপের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই পিএম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে
- কোনও রকমের প্রশ্ন থাকলে পিএম কিষান হেল্পলাইন নম্বর 155261 / 011-24300606 ব্যবহার করতে পারবেন
- রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
চাষের জমির কাগজ, আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র এবং পাসপোর্ট সাইজ ছবি ৷