TRENDING:

Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম

Last Updated:

বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার ফের দাম বাড়ল সোনার ৷ অন্যদিকে অবশ্য কিছুটা হলেও কমেছে রুপোর দাম ৷ এদিন রুপোর দামে ০.৩৮ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ সোনার দাম বেড়েছে ০.০২ শতাংশ ৷
advertisement

দেখে নিন আজকের সোনা ও রুপোর দাম-

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফেব্রুয়ারি ডেলিভারি সোনার দাম ০.০২ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৮,৩২৭ টাকা হয়েছে ৷ অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৩৮ শতাংশ ৷ এর জেরে ১ কিলোগ্রামে রুপোর দাম হয়েছে ৬৫,১৩০ টাকা ৷

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে টাকা হবে ডবল, ম্যাচিউরিটিতে ২ লাখ হয়ে যাবে ৪ লাখ টাকা

advertisement

বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?

বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷

আরও পড়ুন: আসন্ন বাজেট কেন্দ্রকে এক ডজন পরামর্শ FICCI-র, দেখুন এক নজরে

advertisement

এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা

সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: এই টিপস ফলো করলে কম আসবে বিদ্যুতের বিল, বাঁচবে টাকা....

২০২০ সালে ৫৬ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল সোনার দাম

অগাস্ট ২০২০-তে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকা পেরিয়ে গিয়েছিল ৷ বুধবার এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৫৪৩ টাকা ৷ অর্থাৎ প্রায় ৮,৬৬৬ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে সোনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল