TRENDING:

SBI Share: ১৯৯৪ সালে ৫ হাজারে কেনা SBI শেয়ার, হঠাৎ খুঁজে পেলেন চিকিৎসক! ঘরে এল কত লক্ষ?

Last Updated:

নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চণ্ডীগড়ের বাসিন্দা তন্ময় মোতিলাল নামে ওই চিকিৎসক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড়: ১৯৯৪ সালে কেনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু শেয়ার৷ কারও অজান্তেই তা বাড়িতে পড়েছিল৷ আর তিরিশ বছর আগে মাত্র ৫০০০ টাকায় কেনা সেই শেয়ারগুলির বিক্রি করেই কয়েক লক্ষ টাকা ঘরে তোলার সুযোগ পেয়ে গেলেন চণ্ডীগড়ের এক চিকিৎসক৷ এই ঘটনাই আরও একবার দেখিয়ে দিল, গত কয়েক দশকে কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টাকার মূল্য৷
১৯৯৪ সালে কেনা এসবিআই-এর সেই শেয়ার৷
১৯৯৪ সালে কেনা এসবিআই-এর সেই শেয়ার৷
advertisement

নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চণ্ডীগড়ের বাসিন্দা তন্ময় মোতিলাল নামে ওই চিকিৎসক৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমার দাদু-ঠাকুমা ৫০০০ টাকার বিনিময়ে ১৯৯৪ সালে এসবিআই-এর কিছু শেয়ার কেনেন৷ তার পর সেগুলির কথা ভুলেও যান৷ সত্যি কথা বলতে, তাঁরা কেন ওই শেয়ারগুলি কিনেছিলেন, তাও তাঁরা মনে করতে পারছেন না৷’

advertisement

আরও পড়ুন: কবে কোন কোন জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির আশা কতটা? বিরাট আপডেট দিয়ে দিল হাওয়া অফিস

ওই শেয়ারগুলির সঙ্গেই প্রয়োজনীয় সার্টিফিকেটও খুঁজে পান ওই চিকিৎসক৷ এর পরই শেয়ারগুলিকে ডিম্যাটে বদল করার জন্য পাঠান তিনি৷

ওই চিকিৎসকের করা এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি৷ প্রায় প্রত্যেকেই জানতে চান, বর্তমানে ওই শেয়ারগুলির বাজারমূল্য কত? জবাবে ওই চিকিৎসক জানান, ডিভিডেন্ড বাদ দিয়ে শেয়ারগুলির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ওই চিকিৎসক অবশ্য এক্স হ্যান্ডেলে তাঁর প্রথম পোস্টে দাবি করেছিলেন, ওই শেয়ারগুলি ৫০০ টাকার বিনিময়ে কেনা হয়েছিল৷ পরে অবশ্য ভুল শুধরে নিয়ে তিনি জানান, ৫০০ নয়, ৫০০০ টাকার বিনিময়ে শেয়ারগুলি কেনা হয়৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Share: ১৯৯৪ সালে ৫ হাজারে কেনা SBI শেয়ার, হঠাৎ খুঁজে পেলেন চিকিৎসক! ঘরে এল কত লক্ষ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল