TRENDING:

ভুয়ো কল, এসএমএসের মাধ্যমে প্রতারিত কৃষকরা, পিএম কিষাণ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের!

Last Updated:

এই প্রকল্পের আওতায় অনেক কৃষকের সঙ্গে প্রতারণার খবর সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। ২ হাজার টাকা করে তিন কিস্তিতে এই টাকা পাঠানো হয় কৃষকদের হাতে। বর্তমানে ১২ কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ১৩তম কিস্তির টাকা পাঠানো হতে পারে।
advertisement

এই প্রকল্পের আওতায় অনেক কৃষকের সঙ্গে প্রতারণার খবর সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিয়েছে। এখন কোনও ঝামেলা ছাড়াই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা সহজেই স্থানান্তর করা হবে। স্পষ্টতই, এই স্কিমের সুবিধা নিতে, কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক৷

আরও পড়ুন: ফের হু হু করে বাড়ছে সোনা-রুপোর দাম, ৫৩ হাজার টাকা পেরিয়ে গিয়েছে সোনার দাম

advertisement

পিএম কিষাণ সম্মান নিধিতে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে: ১২তম কিস্তিতে সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিস্তির টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করা হয়। সেখানেই দেখা গিয়েছে অনেক ‘ভুয়ো’ কৃষকও প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাঁদেরকেই ছেঁটে ফেলা হয়েছে। বাদ দেওয়া কৃষকদের কাছে নোটিস পাঠিয়ে আগের কিস্তির টাকা ফেরত চাওয়া হচ্ছে। বিহারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪০৯০৩১৩৮৩২৩ নম্বরে সেই টাকা ফেরত দিতে বলা হয়েছে। এর আইএফএসসি কোড এসবিআইএন০০০৬৩৭৯। অন্য দিকে, অন্যান্য কারণে অযোগ্য কৃষকদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ৪০৯০৩১৪০৪৬৭-এ টাকা ফেরত দিতে বলা হয়েছে। এর আইএফএসসি কোড এসবিআইএন০০০৬৩৭৯।

advertisement

আরও পড়ুন: একাধিক শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

এখানেই শেষ নয়। জালিয়াতির নিত্য নতুন ঘটনা সামনে আসছে। কিছু দুষ্কৃতী কৃষি পরিচালক বিহারের নামে ফোন কল বা এসএমএস করে কৃষকদের ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলছে। এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পরে, প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত জাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোন কল বা এসএমএস পাঠানো প্রতারকদের থেকে সাবধান হওয়ার জন্য আবেদন করা হয়েছে। বলা হয়েছে, এমন ঘটনা ঘটনা তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানে যোগাযোগ করতে হবে: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত যে কোনও তথ্যের জন্য, অফিসিয়াল ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করা যায়। এছাড়াও পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ (টোল ফ্রি) বা ০১১-২৩৩৮১০৯২ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যেতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভুয়ো কল, এসএমএসের মাধ্যমে প্রতারিত কৃষকরা, পিএম কিষাণ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল