উল্লেখ্য, ট্রাস্ট বা ওই জাতীয় অন্যান্য প্রতিষ্ঠান ২০ কেজি পর্যন্ত গোল্ড বন্ড কিনতে পারবে। যদি কোনও বিনিয়োগকারী এই বন্ডে লগ্নি করতে আগ্রহী হন তবে সেক্ষেত্রে তাঁর এই গোল্ড বন্ডগুলি সম্বন্ধে জেনে নেওয়া উচিত। এই বন্ড বন্ধক রেখে লোন পাওয়া যাবে কি না এই নিয়েই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এই প্রতিবেদনে গোল্ড বন্ডের খুঁটিনাটি আলোচনা করা হল।
advertisement
আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে থাকা নিজেদের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকার এবং এলআইসি!
সভরেন গোল্ড বন্ড কী?
এটি হল এক ধরনের ডিজিটাল গোল্ড যেখানে বিনিয়োগ করা যেতে পারে। বন্ডে লগ্নির পর বিনিয়োগকারীকে ভার্চুয়াল গোল্ড ইউনিট দেওয়া হয়। ২০১৫ সালে এই গোল্ড বন্ড শুরু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বাজারে থাকা সোনার গয়নায় চলন কমানো। রিজার্ভ ব্যাঙ্ক সরকারের হয়ে এটি চালু করে।
এই গোল্ড বন্ডের উপর লোন নেওয়া যাবে?
হ্যাঁ, সভরেন গোল্ড বন্ডগুলি সোনার গয়নার মতোই কাজ করে। এই ভার্চুয়াল গোল্ড বন্ধক রেখে ঋণ পাওয়া যাবে। যে কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পাওয়া যাবে। প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোনের ভিন্ন ভিন্ন মানদণ্ড এবং সীমা থাকে। যেমন, স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে সোনার বন্ডে সর্বনিম্ন ২০,০০০ টাকা এবং সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। ঋণ সংক্রান্ত অন্যান্য চার্জও আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। এই লোনগুলির ক্ষেত্রে গড়ে ১০-১২ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।
আরও পড়ুন: স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল!
কীভাবে লোন পাওয়া যাবে?
যে কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে একটি একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
গোল্ড বন্ড কোথায় কেনা যাবে?
স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোস্ট অফিস এবং স্টক এক্সচেঞ্জ থেকে গোল্ড বন্ড কেনা যাবে।