TRENDING:

CAIT | Amazon: অনলাইনে ড্রাগ বিক্রির মামলায় অ্যামাজন কর্তাদের গ্রেফতারের দাবি ব্যবসায়ী সংগঠনের !

Last Updated:

CAIT has demanded the arrest of Amazon officials: ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে মুম্বই ড্রাগ মামলায় যেভাবে আরিয়ান খান-সহ তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছিল, তেমনি অ্যামাজন ইন্ডিয়ার কর্তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনলাইনে গাঁজা ডেলিভারির অভিযোগে এখন ভালোমতোই বেকায়দায় ই-কমার্স সংস্থা অ্যামাজন ৷ কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের ভিন্ড শহরে গাঁজা ডেলিভারির জন্য অ্যামাজন ইন্ডিয়ার এগজকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ অ্যামাজনের বিরুদ্ধে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর পক্ষ থেকে প্রতিনিয়ত বিক্ষোভ চলছে ৷ এবার অ্যামাজন কর্তাদের গ্রেফতারের দাবি জানাল ব্যবসায়ীদের সংগঠন (CAIT has demanded the arrest of Amazon officials in connection with the seizure of Marijuana) ৷
Representative Image
Representative Image
advertisement

মধ্য প্রদেশ পুলিশ সম্প্রতি যে ৭২০ কেজি গাঁজা বিক্রির চক্রের হদিশ পেয়েছিল ৷ তাতে দু’জন অভিযুক্তকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের পর অনেক চাঞ্চল্যকর তথ্যই জানতে পারে পুলিশ ৷ তাদের থেকেই জানা যায় যে গাঁজা বিক্রি এবং পাচারে অ্যামাজনের অ্যাপ ব্যবহার করা  হয়েছিল ৷ এর জন্য সিএআইটি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে মুম্বই ড্রাগ মামলায় যেভাবে আরিয়ান খান-সহ তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছিল, তেমনি অ্যামাজন ইন্ডিয়ার কর্তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ৷ যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রেফতার করা উচিৎ ৷

advertisement

আরও পড়ুন- এই এক টাকার নোট পাইয়ে দিতে পারে সাত লাখ টাকা! আপনার কাছে আছে নাকি দেখুন তো!

জনপ্রিয় এই ই-কমার্স সাইট থেকে প্রায় হাজার কেজির কাছাকাছি মাদক বিক্রি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে, এই জনপ্রিয় ওয়েবসাইটকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় ড্রাগ বিক্রি করা হচ্ছে ৷

advertisement

‘কাড়ি’ পাতার নাম করে চলছিল গাঁজার চোরাচালান ! দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক সরবরাহ চলত অ্যামাজনের মাধ্যমে ৷ সম্প্রতি মধ্য প্রদেশে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্যই জানতে পারে পুলিশ ৷ আর তারপর থেকেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ সরকার ৷

অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে এর আগে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে সংস্থার আধিকারিকদের ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করাও হতে পারে বলে জানিয়েছিলেন সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

advertisement

আরও পড়ুন- বাজিমাত বিজেপির, দ্বিতীয় তৃণমূল! ত্রিপুরার ফলে 'খেলা শুরুর' হুঁশিয়ারি অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

এদিকে ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিতে বেনিয়ম সংক্রান্ত অভিযোগে অ্যামাজন ইন্ডিয়ার প্রধান অমিত আগরওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৯ সালে অ্যামাজনের সঙ্গে ফিউচার রিটেলের ১,৪০০ কোটি টাকার একটি চুক্তি হয়। এই চুক্তিতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘিত হয়েছে, মূলত এই অভিযাগেই অ্যামাজন ইন্ডিয়ার প্রধানকে তলব করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CAIT | Amazon: অনলাইনে ড্রাগ বিক্রির মামলায় অ্যামাজন কর্তাদের গ্রেফতারের দাবি ব্যবসায়ী সংগঠনের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল