TRENDING:

Business Ideas: ছোট ব্যবসায়ীদের সুবর্ণ সু‌যোগ! ডাকঘরের সাহায্যে এজেন্ট ছাড়াই বিদেশে ব্যবসা, কীভাবে জানুন

Last Updated:

India Post: ডাকঘরের মাধ্যমে জেলার উদ্যোগপতি থেকে ব্যবসায়ী ও কারিগররা তাদের উৎপাদিত সামগ্রী বিদেশে রফতানি করতে পারবেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: ব্যবসায়ী ও কারিগরদের সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় ডাকঘরের মাধ্যমে কোনও এজেন্ট ছাড়াই এ বার বিদেশে পাঠান নিজের ব্যবসায়ী সামগ্রী। উল্লেখ্য একটা সময় গ্রাম-গঞ্জের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প কারিগররা নিজেদের তৈরি জিনিস বিদেশে বিক্রি করতে চাইলেও নিয়মের যাঁতাকলে পরে তা সম্ভব হয়ে উঠত না। অনেকেই আবার এজেন্টদের উপর নির্ভর করতে হত, ফলে বিভিন্ন সময় তাঁরা প্রতারণার শিকার হত।
advertisement

তবে এ সব থেকে এখন মুক্তি। উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় ডাকঘরের মাধ্যমে বিদেশে পণ্য রফতানি করতে পারবেন ক্ষুদ্র কারিগর ও ব্যবসায়ীরা। আর এজেন্টদের উপর নির্ভর করে প্রতারিত হতে হবে না। কেন্দ্রীয় ডাক বিভাগ এই সমস্যা সমাধানে প্রতিটি জেলায় একটি করে ডাকঘরকে চিহ্নিত করেছে। এই ডাকঘরের মাধ্যমে জেলার উদ্যোগপতি থেকে ব্যবসায়ী ও কারিগররা তাদের উৎপাদিত সামগ্রী বিদেশে রফতানি করতে পারবেন।

advertisement

এ প্রসঙ্গে ব্যবসায়ীদের বিস্তারিত জানাতে ভারতীয় ডাক বিভাগ ও রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ব্যবসায়ীরা হস্তশিল্পের পাশাপাশি জামাকাপড়, ওষুধপত্র সব কিছুই পাঠাতে পারবেন। যদিও ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এই পরিষেবা দেওয়া শুরু হয়েছে।

View More

আরও পড়ুনঃ প্রতিবছর ২৪ শ্রাবণ লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাটোয়ায়, গায়ে কাঁটা দেওয়া কারণ…

advertisement

জানা গিয়েছে, সংস্থাগুলিকে প্রথমে পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। এ জন্য ট্রেড লাইসেন্স, জিএসটি এবং এসজিএসটি, কেওয়াইসি-সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। এরপর ডাক বিভাগের স্পিড পোস্ট বা পার্সেলের মাধ্যমে তাদের পণ্য সামগ্রী রফতানি করতে পারবেন। রায়গঞ্জ জেলা ডাকঘরের পোস্ট মাস্টার দেবকুমার মুখোপাধ্যায় বলেন, ‘এরজন্য লাইসেন্স থাকতে হবে, জিএসটি থাকতে হবে। তারপর রেজিস্ট্রেশনের পর পণ্য সামগ্রী বিদেশে পাঠাতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: ছোট ব্যবসায়ীদের সুবর্ণ সু‌যোগ! ডাকঘরের সাহায্যে এজেন্ট ছাড়াই বিদেশে ব্যবসা, কীভাবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল