Sawan 2023: প্রতিবছর ২৪ শ্রাবণ লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাটোয়ায়, গায়ে কাঁটা দেওয়া কারণ...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Sawan 2023: কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন ২৫ তারিখ বর্ধমানেস্বর এর মাথায় জল ঢালার জন্য। তবে শুধুমাত্র ২৫ তারিখ কেন ? এর পিছনে আছে এক বড় ইতিহাস
কাটোয়া: বর্ধমান শহরেই রয়েছেন বাবা বর্ধমানেশ্বর। শুধু আমাদের রাজ্যের না দেশের অন্যতম বড় শিবলিঙ্গ। আর প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ বর্ধমানের প্রায় মানুষজন হাজির হন কাটোয়া শহরে ২৫ তারিখ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে।
বর্ধমান থেকে প্রায় সকল শিব ভক্ত প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ কাটোয়া শহরে আসেন গঙ্গা জল নিতে। ভক্তরা জল নিয়ে পায়ে হেঁটে কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন ২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে।
advertisement
তবে ২৫ শ্রাবণ কেন? নেপথ্যে আছে বড় ইতিহাস। সাধারণত শ্রাবণ মাসের সোমবার গুলিতে বেশি ভিড় হয় ভক্তদের। কিন্তু বর্ধমান থেকে কয়েক হাজার ভক্ত কাটোয়া থেকে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালেন। ১৯৭২ সালে আবির্ভূত হন বর্ধমানেশ্বর বা মোটাবাবা। সেই উপলক্ষেই প্রতি বছর ২৫ শ্রাবণ বাবার আবির্ভাব দিবস পালন করা হয়। এই আবির্ভাব দিবসে প্রতিবছর কয়েক হাজার ভক্ত সমাগম হয়।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে কল্পতরু কেষ্ট! সিবিআই আদালতে বড় চাল অনুব্রতর, নয়া কৌশলে কাজ হবে?
এক ভক্ত জানান, “বর্ধমানেশ্বরের অবির্ভাব দিবস উপলক্ষে প্রতিবছর ২৪ তারিখ এসে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালি। বছর বছর ধরে এই নিয়মই চলে আসছে। এ দিন দেখা গিয়েছে, বর্ধমান থেকে কাটোয়ায় জল নিতে আসা এই ভক্তদের জন্য কাটোয়া পৌরসভার তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভক্তদের জন্য ঘাটের কাছেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে কাটোয়া পৌরসভা। বিভিন্ন স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের এই কাজের দায়িত্ব দিয়েছে কাটোয়া পৌরসভা।
advertisement
আরও পড়ুনঃ উপকারি বলেই যখন-তখন খাচ্ছেন? অজান্তেই বড় ভুল হচ্ছে, দিনের ‘এই’ সময় কলা খান
এক স্বাস্থ্যকর্মী জানান, “কাটোয়া পৌরসভার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প রাত ১০টা থেকে সাড়ে ১০’টা পর্যন্ত চলবে। ভক্তদের যাতে কোনওরকম শারীরিক অসুবিধা না হয় সেই কারণেই এই শিবিরের আয়োজন। প্রতিবছর ভক্তদের কথা মাথায় রেখে কাটোয়া পৌরসভার তরফে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
advertisement
Bonoarilal Chowdhury
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 10:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Sawan 2023: প্রতিবছর ২৪ শ্রাবণ লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাটোয়ায়, গায়ে কাঁটা দেওয়া কারণ...