TRENDING:

Business Tips: MBA চাওয়ালার পর এবার BCom চাটওয়ালা! সোশ্যাল মিডিয়াই দেখাল পথ, ছাড়লেন চাকরি!

Last Updated:

Business Tips: পুরুলিয়া শহরে থাকেন অথচ এই দোকানে যাননি, চটজলদি চলে যান বিকম চাটওয়ালার কাছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: এমবিএ চাওয়ালার (MBA) পর এবার বি.কম (B.COM) চাটওয়ালা! বাজার কাঁপাচ্ছেন তিনি পুরুলিয়া শহরে। বর্তমান চাকরির বাজারে মনের মতো চাকরি পাচ্ছেন না ছেলেমেয়েরা। তাই বিকল্প রোজগারের চিন্তা করছেন অনেকেই। যে-ভাবে প্রতিনিয়ত কম্পিটিশন বেড়ে চলেছে তাই অভিনব ভাবনা-চিন্তার মধ্যে দিয়ে বিকল্প রোজগারের পথ খুঁজে নিচ্ছেন অনেকে। তেমনই একজন পুরুলিয়ার ভূমিপুত্র জিতেন সাউ। বি.কম পাস করার পর তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
advertisement

আরও পড়ুন- বলুন তো, পৃথিবী মহাশূন্য থেকে নীচে পড়ে যায় না কেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

কিন্তু সেখানে সম্পূর্ণই পরনির্ভরশীল। তাই নিজের একটা পরিচয় তৈরি করতে তিনি একটি চাটের দোকান খুলছেন পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে।

এই চাটের দোকানের নাম দিয়েছেন বি.কম চাটওয়ালা। সন্ধ্যা নামতেই বহু মানুষ ভিড় জমান তার দোকানে। যথেষ্টই জনপ্রিয় তার এই দোকান। মানুষের মধ্যে যথেষ্টই সারা ফেলেছে এই দোকানটি। বিশেষ করে এর এই ইউনিক নামের জন্য অনেকেই এই দোকানে একবার হলেও ঢু মেরে যাচ্ছেন। এ বিষয়ে বিক্রেতা জিতেন সাউ বলেন, বি.কম পাস করে তিনি চাকরি করতেন পুরুলিয়া শহরেই। এরপর তিনি নিজের মত করে একটা কিছু করার উদ্যোগ নিয়ে এই দোকানটি খুলেছেন।

advertisement

View More

আরও পড়ুন- দাবির পিঠে পাল্টা দাবি! মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কী রফা হল? জানালেন সিনিয়র ডাক্তাররা

মূলত সোশ্যাল মিডিয়া থেকে ইনসপায়ার্ড হয়ে তাঁর এই ভাবনা-চিন্তা।মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তিনি। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের তিনি নিজের ব্যবসা বা নিজের কিছু করার জন্য বার্তা দিচ্ছেন। ‌এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা জানান, তাঁরা মাঝে মধ্যেই এই দোকানে বিভিন্ন ধরনের চাট টেস্ট করতে আসেন। তাদের খুবই ভালো লাগে এই চার্ট গুলি। পুরুলিয়া শহরে অন্যান্য অনেক দোকান থাকলেও এইরকম ইউনিক নামের দোকান নেই। তাই তাঁরা মাঝের মধ্যেই এই দোকানে চলে আসেন। ‌

advertisement

বর্তমানে শিক্ষিত যুবক-যুবতীরা ব্যবসা করার নিত্যনতুন পথ অবলম্বন করছে। তবে অনেকে আবার চাকরি করলেও সেই চাকরি ছেড়ে স্টার্ট-আপ খোলার কথা ভাবনা-চিন্তা করছেন। আর তাই পুরুলিয়ার জিতেন অভিনব এই চাটের দোকান খুলে নজর কেড়েছে শহরবাসীর। তাকে দেখে আগামী দিনে আরও অনেকেই এই ধরনের উদ্যোগ নেবে এমনটাই আশা করা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Tips: MBA চাওয়ালার পর এবার BCom চাটওয়ালা! সোশ্যাল মিডিয়াই দেখাল পথ, ছাড়লেন চাকরি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল