TRENDING:

Business Opportunity: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !

Last Updated:

How to start Lemon Grass Farming: লেমন গ্রাস থেকে পাওয়া যায় যে তেল, সেটির বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই তেল কসমেটিক্স, সাবান, তেল এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যবহার করে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনি যদি কম টাকা দিয়ে নিজের নতুন ব্যবসা শুরু (Starting own business) করতে চান, তাহলে আপনার খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই ৷ কারণ এমন এক ব্যবসার (Business Idea) কথা আজ এখানে তুলে ধরা হল, যা শুরু করার জন্য অনেক টাকার শুরুতেই বিনিয়োগের প্রয়োজন নেই ৷
Representative Image
Representative Image
advertisement

লেমন গ্রাস চাষ (Lemon Grass Farming) ৷ এর মাধ্যমে ভালোমতোই মুনাফা অর্জন (Earn money)  করা সম্ভব ৷ এই চাষ শুরু করার জন্য ১৫-২০ হাজার টাকা খরচ করার প্রয়োজন রয়েছে ৷ যার মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা আপনি উপার্জন (earning opportunity) করতে পারবেন ৷

আরও পড়ুন- SBI PO 2021: প্রি-একজামিনেশন ট্রেনিংয়ের মেটেরিয়াল প্রকাশ করল SBI, কী ভাবে ডাউনলোড করবেন?

advertisement

বাজারে এর চাহিদা অনেক বেশি

লেমন গ্রাস থেকে পাওয়া যায় যে তেল, সেটির বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই তেল কসমেটিক্স, সাবান, তেল এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যবহার করে থাকে ৷ এই কারণেই এর বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই চাষ প্রায় যে কোনও অঞ্চলেই করা যেতে পারে ৷ লেমন গ্রাস চাষ করে সারা বছরে লাখ লাখ টাকা মুনাফা হওয়া সম্ভব ৷

advertisement

আরও পড়ুন- Business Ideas: দিনে ৪০০০ থেকে ৫০০০ টাকা আয় ! এই ব্যবসা করলে দারুণ লাভ

কীভাবে শুরু করবেন এই চাষ ? (How do I start lemongrass farming?)

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে এই উৎসব, কতদিন চলবে জানুন
আরও দেখুন

লেমন গ্রাসের চাষ শুরু করার সবচেয়ে ভালো সময় হল ফেব্রুয়ারি থেকে জুলাই মাস ৷ একবার এটি লাগানোর পর ৬-৭ বার এটিকে কাটা হয় ৷ বছরে ৩-৪ বার কাটার প্রয়োজন রয়েছে ৷ লেমন গ্রাস থেকে তেল বের করা হয় ৷ এক বছরে এক কাঠা জমিতে প্রায় ৩-৫ লিটার তেল বের করা সম্ভব ৷ ১০০০ থেকে ১৫০০ টাকায় এটি বিক্রি করা হয় ৷ লেমন গ্রাসের চারা লাগানোর ৩ থেকে ৫ মাস পর এটিকে কাটা শুরু হয় ৷ এক একর জমিতে ৫ টন পর্যন্ত লেমন গ্রাসের পাতা তুলে ফেলা হয় ৷ ১৫-২০ হাজার টাকা দিয়েই এই চাষ শুরু করতে পারেন ৷ কিন্তু যদি আপনার কাছে বেশি বাজেট থাকে, তাহলে মেশিনের খরচ বাবদ শুরুতে ২ থেকে ২.৫ লক্ষ টাকা খরচ করে মেশিনের সেট আপ তৈরি করতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Opportunity: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল