TRENDING:

Mushroom Farming: ৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! পাবেন সরকারি ভর্তুকির সুবিধাও

Last Updated:

ঘরের চার দেওয়ালের মধ্যেই এই চাষ করা সম্ভব ৷ আর এর জন্য কোনও বিশেষ ট্রেনিং নেওয়ারও প্রয়োজন নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য মাশরুমের চাষ করা অনেকটাই লাভজনক হবে ৷ এর মাধ্যমে অনেক বেশি মুনাফা পাওয়া সম্ভব ৷ এই চাষের জন্য অনেক বড় ক্ষেত বা জমি থাকার প্রয়োজন নেই ৷ বরং ঘরের চার দেওয়ালের (Earn money from home) মধ্যেই এই চাষ করা সম্ভব ৷ আর এর জন্য কোনও বিশেষ ট্রেনিং নেওয়ারও প্রয়োজন নেই ৷
advertisement

মাশরুমের ব্যবসা (Mushroom Farming) অত্যন্ত লাভজনক ৷ পুষ্টি এবং ওষুধ সামগ্রী তৈরি করার পাশাপাশি মাশরুমের রফতানিও করা হয় ৷ মাত্র ৫০ হাজার টাকা দিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন আপনি ৷ এই সম্পর্কে বিস্তারিত জানুন-

কীভাব করবেন মাশরুমের চাষ

আপনি যদি এই ব্যবসা থেকে ভাল আয় করতে চান, তাহলে মাশরুম চাষ করার পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালোমতো জানতে হবে ৷ প্রতি বর্গ মিটারে ১০ কেজি মাশরুমের চাষ অনায়াসে করা যেতে পারে ৷ ৪০×৩০ ফুট জায়গাতেই তিন ফুট চওড়া রেক বানিয়ে সেখান মাশরুমের চাষ করা যেতে পারে ৷ আর এই ব্যবসায় আপনি সরকারি ভর্তুকির সুবিধাও পাবেন ৷

advertisement

আরও পড়ুন- ভারতীয় ভিসা-সহ বেশ কয়েকটি আফগান পাসপোর্ট চুরি কাবুলে ! ঘটনার পিছনে ISI-এর মদতের আশঙ্কা

কম্পোস্ট তৈরির উপায়

কম্পোস্ট তৈরির জন্য ধানের স্ট্র-কে প্রথমে ভেজাতে হবে ৷ আর একদিন পর তাতে ডিএপি, ইউরিয়া, পটাশ, ভূষি দিয়ে সেটিকে পচানোর জন্য রাখতে হবে ৷ প্রায় দেড় মাস লাগে এই কম্পোস্ট তৈরির জন্য ৷ এবার গোবর দিয়ে তৈরি ঘুঁটে এবং মাটি দিয়ে সেটিকে ভালোমতো মিশিয়ে প্রায় দেড় ইঞ্চির স্তর বিছিয়ে কাজ করতে হবে ৷ এটিকে আর্দ্র রাখার জন্য স্প্রে দিয়ে দিনে দু’তিনবার ভেজাতে হবে ৷ এর উপর এক-দু’ ইঞ্চির কম্পোস্টের স্তচর দিতে হবে ৷ এর মাধ্যমেই মাশুরুম চাষ শুরু সম্ভব ৷

advertisement

ট্রেনিং নিয়ে শুরু করুন মাশরুম চাষ

সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অনুসন্ধান কেন্দ্রগুলিতে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয়ে থাকে ৷ যদি আপনি এটি বড় পরিমাণে চাষ করতে চান, তাহলে আপনি এর জন্য ভালমতো প্রশিক্ষণ নিয়ে নিন ৷

আরও পড়ুন- এই ব্যবসায় মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! সরকার থেকেও পান ভর্তুকি

advertisement

৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন

মাশরুম চাষের জন্য ৫০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন ৷ সরকারের তরফ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন ৷ এই চাষের জন্য লোনের ব্যবস্থাও দিচ্ছে সরকার ৷

জানুন কত টাকা হবে ইনকাম

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আপনি যদি এই ব্যবসা ভালমতো শুরু করেন ৷ তাহলে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন ৷ যদি আপনি ১০০ বর্গ ফুট জায়গায় মাশরুম চাষ শুরু করেন, তাহলে প্রতি বছর ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন আপনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mushroom Farming: ৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! পাবেন সরকারি ভর্তুকির সুবিধাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল