TRENDING:

Multibagger Stock: ৯ টাকার কম স্টকে বাম্পার সুবিধা, ৯০০ টাকা পার, সর্বকালের সেরা পারফরমেন্স

Last Updated:

Multibagger Stock: এক শেয়ারে মালামাল! ৯ টাকার শেয়ার ৯০০ টাকা পার করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শেয়ার বাজারে সব সময়েই চড়াই উতরাই লক্ষ করা য়ায় ৷ কখনও বিনিয়োগকারীরা মুনাফা করতে পারেন কখনও ক্ষতির সম্মুখীন হতে হয় তাঁদের ৷ যদি ওদীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য বাছতে হবে বেশ কিছু লাভজনক স্টক ৷ শেয়ার বাজারের বেশ কিছু শেয়ার আছে যা বিনিয়োগকারীদের বাম্পার লাভের মুখ দেখায় ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

বেশ কয়েকবার এমন পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে যা সত্যিকারেই স্বল্প মেয়াদের ক্ষেত্রেও অত্যন্ত ভাল ৷ স্বল্প মেয়াদ বা শর্ট টাইমে ভাল ফল করতে পারে ৷ শেয়ার বাজারে এমন সমস্ত শেয়ার আছে যা দীর্ঘ সময়ের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে ৷ এই তালিকায় বেশ কিছু শেয়ার রয়েছে ৷ এর মধ্যে অটো সেক্টরের শেয়ার আছে ৷

advertisement

এই শেয়ার বিনিয়োগকারীদের কয়েকগুণ রিটার্ন দিয়েছে ৷ এমনও সময় ছিল যখন শেয়ারের দাম অত্যন্ত কম ছিল ৷ (TVS Motor Company Limited) সংস্থার শেয়ারের দাম এক সময়ে ৯-১০ টাকা ছিল ৷ (TVS Motor Company Limited) এর শেয়ার ২৭ জুলাই ২০০১-এ দাম ছিল এনএসইর কোলাজিং দাম ৪.০১ টাকা ৷ এরপরেই এই শেয়ার বাজার ধরতে থাকে ৷ অন্যদিকে ২০১৪ সালে TVS-এর শেয়ার প্রথমবার ১০০ টাকা পার করেছিলেন ৷ এরপরে এই শেয়ারকে আর পিছনের দিকে তাকাতে হয়নি ৷ এই শেয়ারটির দাম কখনই ১০০ টাকার নীচে নামেনি ৷

advertisement

আরও পড়ুন: National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা

আরও পড়ুন:  PM Kisan Samman Nidhi Yojana: বড় খবর! পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে আসছে ১২তম ২ হাজার টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তারপরে আস্তে আস্তে এই শেয়ার বিশেষ গতিবেগ ধরে ৷ ২০১৭ পর্যন্ত এই শেয়ারের দাম ৭০০ টাকা পার করে ৷ এরপরে শেয়ারের দামে লাগাতার পতন হয়েছে ৷ এপ্রিল ২০২০ পর্যন্ত এই শেয়ারটি দাম পৌঁছেছিল ৩০০ টাকায় তখন বাজারের অবস্থা অত্যন্ত খারাপ ছিল ৷ তবে তারপর থেকে TVS Motor-এর শেয়ার বাড়তে থাকে ৷ বর্তমানে এই শেয়ারের দাম ৯০০ টাকা হয়েছে ৷ বর্তমানে সম্প্রতি এই শেয়ারের দাম ৯৫৩.৩০ টাকা হয়েছিল ৷ সব থেকে বেশি হাইক পেতে সময় মিয়েছে এই শেয়ার ৷ ৫২ সপ্তাহের জন্য এর দাম ৪৯৫ টাকা হয় ৷ ২৯ জুলাই ২০২২ এরপরে এনএসইতে ৯০৪.৪০ টাকা আইটির কোচিং সেন্টার হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: ৯ টাকার কম স্টকে বাম্পার সুবিধা, ৯০০ টাকা পার, সর্বকালের সেরা পারফরমেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল