বেশ কয়েকবার এমন পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে যা সত্যিকারেই স্বল্প মেয়াদের ক্ষেত্রেও অত্যন্ত ভাল ৷ স্বল্প মেয়াদ বা শর্ট টাইমে ভাল ফল করতে পারে ৷ শেয়ার বাজারে এমন সমস্ত শেয়ার আছে যা দীর্ঘ সময়ের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে ৷ এই তালিকায় বেশ কিছু শেয়ার রয়েছে ৷ এর মধ্যে অটো সেক্টরের শেয়ার আছে ৷
advertisement
এই শেয়ার বিনিয়োগকারীদের কয়েকগুণ রিটার্ন দিয়েছে ৷ এমনও সময় ছিল যখন শেয়ারের দাম অত্যন্ত কম ছিল ৷ (TVS Motor Company Limited) সংস্থার শেয়ারের দাম এক সময়ে ৯-১০ টাকা ছিল ৷ (TVS Motor Company Limited) এর শেয়ার ২৭ জুলাই ২০০১-এ দাম ছিল এনএসইর কোলাজিং দাম ৪.০১ টাকা ৷ এরপরেই এই শেয়ার বাজার ধরতে থাকে ৷ অন্যদিকে ২০১৪ সালে TVS-এর শেয়ার প্রথমবার ১০০ টাকা পার করেছিলেন ৷ এরপরে এই শেয়ারকে আর পিছনের দিকে তাকাতে হয়নি ৷ এই শেয়ারটির দাম কখনই ১০০ টাকার নীচে নামেনি ৷
আরও পড়ুন: National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা
আরও পড়ুন: PM Kisan Samman Nidhi Yojana: বড় খবর! পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে আসছে ১২তম ২ হাজার টাকা
তারপরে আস্তে আস্তে এই শেয়ার বিশেষ গতিবেগ ধরে ৷ ২০১৭ পর্যন্ত এই শেয়ারের দাম ৭০০ টাকা পার করে ৷ এরপরে শেয়ারের দামে লাগাতার পতন হয়েছে ৷ এপ্রিল ২০২০ পর্যন্ত এই শেয়ারটি দাম পৌঁছেছিল ৩০০ টাকায় তখন বাজারের অবস্থা অত্যন্ত খারাপ ছিল ৷ তবে তারপর থেকে TVS Motor-এর শেয়ার বাড়তে থাকে ৷ বর্তমানে এই শেয়ারের দাম ৯০০ টাকা হয়েছে ৷ বর্তমানে সম্প্রতি এই শেয়ারের দাম ৯৫৩.৩০ টাকা হয়েছিল ৷ সব থেকে বেশি হাইক পেতে সময় মিয়েছে এই শেয়ার ৷ ৫২ সপ্তাহের জন্য এর দাম ৪৯৫ টাকা হয় ৷ ২৯ জুলাই ২০২২ এরপরে এনএসইতে ৯০৪.৪০ টাকা আইটির কোচিং সেন্টার হবে ৷