TRENDING:

Business Ideas: গম-ধান নয়, বরং চাষ করুন এই ৫ ফসল, কম খেটে লক্ষ লক্ষ টাকা আয়ের পথ খুলবে

Last Updated:

গত কয়েক দশকে কৃষিতে লাভের পরিমাণ কমেছে বলে ক্ষোভ কৃষকদের। কাজেই গম-ধান ছেড়ে বিকল্প চাষ বেছে নিয়েছেন কৃষকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে। গত কয়েক দশকে কৃষিতে লাভের পরিমাণ কমেছে বলে ক্ষোভ প্রকাশ করছেন কৃষকেরা। সেই পরিস্থিতিতেই প্রাসঙ্গিক হয়ে উঠছে বিকল্প চাষ।
advertisement

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কয়েকজন কৃষক ঐতিহ্যবাহী গম বা ধানের ফসল চাষ ছেড়ে উদ্যানজাত ফসল উৎপাদনের চেষ্টা করেছিলেন। এখন তাঁরা লক্ষ লক্ষ টাকা আয় করেন।

শাহজাহানপুর জেলার জালালাবাদের বাসিন্দা অংশুল মিশ্র ২০১৯ সালে চেন্নাই থেকে কম্পিউটার সায়েন্সে B.Tech করার পরও গ্রামে ফিরে কৃষিকাজেই মন দেন। ২০১৮ সালেই তিনি পাঁচ একর জমিতে প্রায় ২৫,০০০ ড্রাগন ফ্রুটের চারা রোপণ করেন। এই বছর তাঁর ওই ৫ একর জমিতে ৯ লক্ষ টাকার ড্রাগন ফ্রুট ফলেছে।

advertisement

অন্যদিকে বিকাশ জেলার রাওয়াতপুর গ্রামের কৃষক রিজওয়ান আলি জানান, জেলা উদ্যানপালন অফিসের পরামর্শে তিনি তাঁর খামারে কলা চাষ শুরু করেন। ৯ একর জমিতে কলা চাষ করে এবার তিনি প্রতি একরে ৩০০ থেকে ৩৫০ কুইন্টাল ফলন পেয়েছেন। রিজওয়ান জানান, এই চাষে তাঁর খরচ হয়েছে দেড় লক্ষ টাকা। কিন্তু ফসল বেচে সেই টাকায় লাভও হয়েছে দেদার। প্রতি কুইন্টাল কলা বিক্রি হয়েছে দুই থেকে আড়াই হাজার টাকায়।

advertisement

শাহজাহানপুর নগরের বাসিন্দা আনন্দ আগরওয়াল গত ২৫ বছর ধরে ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন। তবে গত বছর থেকে তিনি চাষে মন দিয়েছেন। শহরের কাছে খালসা গ্রামে দুই একর জমিতে ভার্মি কম্পোস্ট তৈরি শুরু করেছেন। এখন প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কুইন্টাল ভার্মি কম্পোস্ট উৎপাদিত হচ্ছে। তাঁর দাবি, ভার্মিকম্পোস্ট থেকে প্রায় ৪০-৫০ শতাংশ লাভ পান। ৫০ কেজি ভার্মি কম্পোস্ট বিক্রি করেন প্রায় ৪০০ টাকায়।

advertisement

বিকাশ জেলার কান্ত এলাকার নানকপুর গ্রামের বাসিন্দা যশবীর সিং B.Tech পড়ার সময় পেয়ারা চাষ শুরু করেন। কলকাতা থেকে ৪৫০০টি তাইওয়ানের পেয়ারা চারা নিয়ে এসেছিলেন। দুই বছরে তিন একর জমিতে চাষ করেছেন সেই পেয়ারা। যশবীর জানান, বছরে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু বিক্রি হয় পাঁচ লক্ষ টাকার পেয়ারা।

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

এদিকে পুওয়ান শহরের হরি ওমের নিজস্ব কোনও জমি নেই। তবু পেয়ারা চাষ করে তিনিও লক্ষ লক্ষ টাকা আয় করছেন। কৃষক হরি ওম এক বছর আগে গাংসারায় দুই একর জমি লিজ নিয়ে ১৮০০ পেয়ারার চারা রোপণ করেন। সেই গাছে এখন ফল এসেছে। এখনও পর্যন্ত মাত্র ৫০ শতাংশ পেয়ারা বিক্রি হয়েছে। তাতেই তাঁর আয় হয়েছে দেড় লক্ষ টাকা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: গম-ধান নয়, বরং চাষ করুন এই ৫ ফসল, কম খেটে লক্ষ লক্ষ টাকা আয়ের পথ খুলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল