TRENDING:

Business Idea: আর করতে হবে না চাকরি, এই কাজ করেই আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা, বাড়িতে বসে আজই শুরু করুন...

Last Updated:

Business Idea: অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে বেশ ভাল উপার্জন হচ্ছে তার। অবসর সময়কে কাজে লাগিয়ে এই রোজগার করছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রথাকথিত পড়াশোনা করে চাকরির পেছনে না ছুটে, বাড়িতে বসেই এই যুবতী করছেন হাতের এই কাজ। প্রতিমাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করছে সে। মানুষের চাহিদা এবং পছন্দকে ভরসা করে বেশ কয়েক বছর ধরে শুরু করেছেন এই কাজ। সামান্য উপকরণে প্রতিমাসে কয়েক হাজার টাকা রোজগার হচ্ছে। মূলত অবসর সময়কে কাজে লাগিয়ে রোজগার করছে এই যুবতী। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও স্বনির্ভরতা নতুন পাঠ দিচ্ছেন তিনি। যুবতীর এই উদ্যোগ এবং স্বনির্ভর হওয়ার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement

সামনে বিয়ের মরশুম, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কলকা ডিজাইনের পাঞ্জাবি সকলে পছন্দ করে। কিংবা পছন্দের ছবি দেওয়া বেডশীট, বালিশ কভার অথবা পছন্দের টিশার্ট বা কুর্তিতে ডিজাইন এখন ট্রেন্ড। তবে শুধু কলকা ডিজাইন নয় এবার বিভিন্ন ধরনের রঙিন সুতো দিয়েই এমব্রয়ডারি কাজ ফুটিয়ে তুলছেন এই যুবতী। মায়ের কাছে শেখার এই এমব্রয়ডারি কাজ করে প্রতিমাসে কয়েক হাজার টাকা রোজগার হচ্ছে তার।

advertisement

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট

পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকার বাসিন্দা স্নাতকোত্তর পাস যুবতী অর্পিতা মাইতি। এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর করবার পর কিছু করার ভাবনা নিয়ে মায়ের কাছে শেখা এমব্রয়ডারির কাজ শুরু করে। ছোট থেকে ছবি আঁকা শেখা এবং বর্তমানে শেখানোর কাজ করছে সে। এর পাশাপাশি গ্রাহকদের পছন্দমত পাঞ্জাবি, বেডশিট পিলো কভার, কুর্তি কিংবা টি-শার্টে পছন্দের এমব্রয়ডারি কাজ করছে সে। গ্রাহকদের চাহিদা এবং পছন্দমত এই রঙিন সুতো দিয়ে ফুটিয়ে তুলছে নানা ডিজাইন।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শুক্রের রাজকীয় চালে নভেম্বরেই ‘মালামাল’ ৩ রাশি, ধন-সম্পদ অঢেল টাকার ফোয়ারা, রাজার হালে সুখ

সেরা ভিডিও

আরও দেখুন
SIR নিয়ে সব চিন্তা দূর, আলিপুরদুয়ারে চালু হল ক্যাম্প! জানুন কোথায়, খোলা থাকবে কতক্ষণ
আরও দেখুন

অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে বেশ ভাল উপার্জন হচ্ছে তার। অবসর সময়কে কাজে লাগিয়ে এই রোজগার করছে সে। স্বাভাবিকভাবে স্বনির্ভর হওয়ার তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: আর করতে হবে না চাকরি, এই কাজ করেই আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা, বাড়িতে বসে আজই শুরু করুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল