শুধু কেঁচো সার তৈরি নয় বাজারে বাণিজ্যিকরণ সহ ব্যবসা বিস্তারের একাধিক পদ্ধতি শেখান হয় পড়ুয়াদের। ইতিমধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে প্রাথমিক ভাবে একটি ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করে প্রক্রিয়াকরণ করা হচ্ছে কেঁচো সার।
আরও পড়ুন: ভাবা যায়…! ২০২৫-এ দাঁড়িয়েও হাসপাতালে রোগী পৌঁছতে ভরসা ডুলি! বাংলার এই দৃশ্য অবাক করছে সকলকে
advertisement
সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর মালদহের ওই বিশ্ববিদ্যলয়ের নিজস্ব ব্র্যান্ড মার্কের প্যাকেটে পরিমাপ করে করা হয়। এই কেঁচো সার প্যাকেটিং এর পর বিশ্ববিদ্যালয়ের বিক্রয় কাউন্টারে বিক্রি করা হয়। বাজারে এই কেঁচো সারের দাম প্রায় ৫০ থেকে ১০০ টাকা কেজি। যদিও বিশ্ববিদ্যালয়ের বিক্রয় কাউন্টারে এটি বিক্রি করা হচ্ছে মাত্র ৫০ টাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুকুরের কচুরিপানা, কেঁচো, গোবর ইত্যাদির সংমিশ্রণে প্রক্রিয়াকণের পর তৈরি হয় এই জৈবিক কেঁচো সার। বিশ্ববিদ্যালয় ভার্মি কম্পাস ইউনিটে এই রকম সমস্ত সামগ্রী এনে কেঁচো সার তৈরির প্রশিক্ষণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা।
জিএম মোমিন





