অন্যদিকে বিভিন্ন মেলা ও এক্সিবিশন থেকেও ভাল বাজার ধরার সুযোগ। গত কয়েক বছরে মাটির গয়নার দারুণ চাহিদা বেড়েছে। বহু মহিলা স্বনির্ভর হচ্ছে এই ব্যবসায়। আবার যে সমস্ত উদ্যোগী ট্রেন্ডিং, নিত্য নতুন ও আরও মানানসই ডিজাইন তুলতে পারেন তাদের ব্যবসা অল্প দিনে আরও লাভজনক হতে পারে। মাটির গয়নার যেমন দামে কম হয়। তেমনি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরার সুযোগ। অন্যদিকে পছন্দের মত ডিজাইন অর্ডার করা যায়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বাংলা জুড়ে মানুষের শিল্প ও শিল্পীর প্রতি কদর তো ছিলই। সেই দিক থেকে শিল্পীদের হাতে তৈরি গয়নার প্রতি আকর্ষণ ও কদর বেড়েছে। মানুষের চাহিদা ও আকর্ষণের উপর গুরুত্ব দিয়ে খুব সহজেই বহু মহিলা স্বনির্ভর। আর সেই পথকে বেছে নিয়ে গত কয়েক বছরে স্বনির্ভর উলুবেড়িয়ার অর্পিতা পাল। লকডাউনে গৃহবন্দী সময়ে মাটির গয়না তৈরি করা শিখে অল্প কয়েক বছরেই ব্যবসায় সফলতা। এ প্রসঙ্গে শিল্পী অর্পিতা পাল জানান, বর্তমান সময়ে মাটির গয়না ব্যবসায় ভাল আয়ের সুযোগ। তবে সৃজনশীল চিন্তাভাবনা থাকতেই হবে। যত বেশি নতুন ডিজাইন তৈরি করা যাবে , ততই জিনিসের চাহিদা।
রাকেশ মাইতি