অনামিকার কথায়, ‘বর্তমান বিশ্বে, ধুন্দল সবজি হিসেবে খুবই জনপ্রিয়। যার উপকারিতাও অপরিসীম। অতি প্রাচীনকাল থেকেই স্নানের সামগ্রী হিসেবে গা ঘষার কাজে ধুন্দলের ছোবড়া ব্যবহার হয়ে আসছে। আমরা সকলেই জানি যে, ধুন্দলের ছোবড়া ব্যবহার করে স্নান করা দারুণ ভাল। তবে বিশ্বায়নের যুগে যেভাবে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে সেটা না হওয়াই ভাল। আর এই কথা মাথায় রেখেই ধুন্দলের ছোবড়া, গাছের শেকড় দিয়ে ভাল করে ডিজাইন করে বিক্রি করে ব্যবসার বাকিদেরও পথ দেখাচ্ছেন অনামিকা ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তার দোকানে স্ক্রাবার কিনতে এসে বিপ্লব রায় জানান, ‘ ছোটবেলায় যে এই জিনিস গা ঘষার জন্য ব্যবহার করতাম সেটা তো এখন দেখায় যায় না। সব প্লাস্টিকের স্ক্রাবার ব্যবহার করে । এখানে যেভাবে সুন্দর করে গা ঘষাগুলি বিক্রি হচ্ছে টা সত্যি দারুণ।’ অনামিকার কথায় বিশ্বায়নের যুগে যেভাবে প্লাস্টিকের জন্য তথা কেমিক্যাল ব্যবহারের জন্য মানুষের ক্ষতি হচ্ছে। তাই তিনি চাষবাসের ক্ষেত্রেও কোন রাসায়নিক সার ব্যবহার করেন না। এমন জায়গায় দাঁড়িয়ে তার মনে হয়েছে যে প্রাকৃতিক উপাদানই সর্বশ্রেষ্ঠ।
অনির্বাণ রায়





