TRENDING:

Business Idea: এবার সব ছাড়ুন...! ভরে ভরে চাষ করুন দেশীয় তরমুজ, মোটা টাকা লক্ষ্মীলাভ! রোজগারের দারুণ সুযোগ

Last Updated:

Business Idea: গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফল হল তরমুজ। সেই তরমুজ যদি দেশি তরমুজ হয় তাহলে তো কোনও কোথায় নেই। আর সেই দেশি তরমুজ চাষ করে চাষের নতুন দিশা দেখাচ্ছেন গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফল হল তরমুজ। সেই তরমুজ যদি দেশি তরমুজ হয় তাহলে তো কোনও কোথায় নেই। আর সেই দেশি তরমুজ চাষ করে চাষের নতুন দিশা দেখাচ্ছেন গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা। বালি পঞ্চায়েত এলাকায় প্রায় দু থেকে আড়াইশো একর জমিতে তরমুজ চাষ হয়। তার মধ্যে গোয়ালশাঁড়া গ্রামের মাঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ একর জমিতে চাষ হচ্ছে দেশি তরমুজ। প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা গরমের সময় মাঠে এই দেশি তরমুজ চাষ করে আসছেন।
advertisement

কৃষকরা জানাচ্ছেন, এক বিঘা জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় কুড়ি হাজার টাকা, খরচ বাদ দিয়ে তা থেকে প্রায় কুড়ি হাজার টাকা লাভ হয়ে যায়। যদিও এই বছর প্রকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হয়েছে, স্বাভাবিক ভাবে তাতে লাভ একটু কম হবে বলে জানাচ্ছেন তারা। গরমের সময় অন্যান্য জায়গায় তিল,পাট,বাদাম চাষ হয়।ওই সমস্ত চাষের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি। পাশাপাশি ওই সমস্ত চাষের তুলনায় তরমুজ চাষে খরচ, পরিশ্রমও অনেক কম হওয়ার কারণে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা তরমুজ চাষকে বেছে নিয়েছেন।

advertisement

আরও পড়ুন-‘শরীরের উপর ঝাঁপিয়ে…!’ অবস্থা খারাপ মাধুরীর, ভয়ে থর থর করে কাঁপছিলেন ‘খলনায়ক’, শ্যুটিং সেটে কী ঘটেছিল সেদিন? জানলে ঘুম উড়বে

কৃষকদের দাবি, তরমুজ গাছ রোপন করার ৫৫-৬০ দিনের মাথায় গাছে ফল তুলে নেওয়ার মতো হয়ে যায়। একটি গাছে তিনবার ধরে ফল হয়। তারা এই সমস্ত তরমুজ পাইকারি হিসাবে বিক্রি করেন। তরমুজ গাছ থেকে তোলার পর মাঠ থেকেই গাড়ি লোড হয়ে তরমুজ চলে যাই রাজ্যের বিভিন্ন প্রান্তের কোনায় কোনায়। যেহেতু তরমুজ গ্রীষ্মকালের উপকারী ফল, তাই তরমুজের চাহিদাও আছে বেশ।

advertisement

View More

আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়…! বুধের রাজকীয় চালে কপাল পুড়বে ৪ রাশির, চরম বিপদ, নরকযন্ত্রণায় জীবন ছারখার, আপনার কপালে কী

এই চাষে শুধু যে কৃষকরাই লাভ করেন এমনটা নয়,যারা তরমুজ তোলার কাজ করেন তারাও কিছুটা লাভের মুখ দেখেন এই কাজ করে। তাঁদের মতে, তারা কুইন্টাল হিসাবে এই তরমুজ তোলার কাজ করে থাকেন। তা করে কম সময়ে ভাল রোজগার করেন তারা। তারাও বলেন এই বছর ফলন অনেক কম হয়েছে চাষে, এতে তাঁদেরও রোজগার কম হচ্ছে কিছুটা। দীর্ঘ বছর ধরে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা তরমুজ চাষে যুক্ত থাকলেও তারা এই চাষের জন্য কোনওরকম অনুদান বা লোন পান না। লোন পেলে তারা এই চাষ আরও বেশি করে করতে পারবেন, সরকার যাতে তাঁদের লোনের ব্যবস্থা করেন সেই দাবি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এবার সব ছাড়ুন...! ভরে ভরে চাষ করুন দেশীয় তরমুজ, মোটা টাকা লক্ষ্মীলাভ! রোজগারের দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল