বর্তমানে সমাজ মাধ্যম খুললেই এখন শুধু চোখে পড়ছে মহিলাদের হাতের নজর কাড়া বাহারি সবুজ চুড়ি পরার ছবি। তবে এই মাসে বিভিন্ন ভাইরাল ভিডিও এখন অতীত। সোশ্যাল মাধ্যমে এখন শুধু সবুজ চুড়ি, টিপ পরার ছবিতে ছড়াছড়ি। শুধুমাত্র মেয়েদের হাতেই নয় এই সবুজ চুরির ঝলক আপনার চোখে পড়বে রাস্তাঘাটে সর্বত্রই। যার ফলে আসানসোলে অবাঙালিদের সংস্কৃতির সঙ্গে বাঙালিরা মিশে গিয়ে ট্রেন্ডে গা ভাসিয়েছে।
advertisement
কথিত আছে, এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস হিসেবে পরিচিত এবং সবুজ রঙকে তার প্রিয় রঙ হিসেবে ধরা হয়। শ্রাবণ মাস শিব-পার্বতী ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র। এই মাসে অনেকে ব্রত ও পুজো করে থাকেন। ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং মহাদেব ও দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সবুজ রঙ প্রকৃতি, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই সবুজ কাঁচের চুড়ি শ্রাবণ মাসে বিশেষ শুভ বলে মনে করা হয়।
শ্রাবণ শুরু হতেই ভিড় বেড়েছে আসানসোল বাজারে। ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই শ্রাবণ মাসের জন্য। কারণ এই শ্রাবণ মাসে আসানসোল বাজারে অবাঙালিদের সংস্কৃতিতে মিশে গিয়ে বাঙালিরা সবাই চুড়ি কেনার ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। মূলত আসানসোল কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এই আসানসোলে বাঙালিদের পাশাপাশি অবাঙালিদের বসবাস দেখা যায়। অবাঙালিদের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে বাঙালিরা সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। কার্যত বাহারি কাঁচের চুড়ির পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা, ফলে এখন আসানসোলের বাজার ছেয়ে গিয়েছে সবুজ চুড়িতে। চারিদিকেই সবুজ চুড়ি। অন্যান্য মাসের থেকে এই মাসে বেচাকেনা অনেকটাই বেশি। কয়েক হাজার টাকার চুড়ি বিক্রি হয় বলে জানান বিক্রেতার।
রিন্টু পাঁজা