আরও পড়ুন: Russia-Ukraine Crisis : যুদ্ধের জেরে ৬০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম
কিউপে (QPay)
দোকান, গুদাম বা অফিসকে ডিজিটাল স্টোরে রূপান্তরিত করার সবচেয়ে ভালো বিকল্প হল কিউপে। অর্ডার, লেনদেন, ডেলিভারি থেকে মার্কেটিং, সবটাই করা যায় এখানে। বিশাল টাকা খরচের ভয় নেই। ব্যবসার ডেটাও কিউপে নিয়ন্ত্রণ করে না। এটা সাবস্ক্রিপশন মডেলে চলে। তাই এই প্ল্যাটফর্মে ব্যবসায়ীরা তাঁদের দোকান খুলতে পারেন একেবারে বিনামূল্যে।
advertisement
ডটপে (Dotpay)
খুচরো বিক্রেতাদের যাবতীয় ব্যবসায়িক সমাধান নিয়ে হাজির হয়েছে ডটপে। অনলাইন স্টোর, মার্কেটিং স্যুট, পেমেন্ট এবং ডেলিভারি, যাবতীয় কাজ করা যাবে এক ক্লিকে। ২০২০ সালের মার্চ মাসে বাজারে এসেছে ডটপে। এখনও পর্যন্ত ৭৫ লাখেরও বেশি ব্যবসায়ী এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে পেইউ, গুগল এবং ইনফো এজ ভেঞ্চারসের মতো বিনিয়োগকারীদের থেকে ২৭.৫ মিলিয়ন পুঁজি সংগ্রহ করেছে ডটপে।
দুকান (Dukaan)
শুধু চাই একটা স্মার্টফোন। মাত্র ৩০ সেকেন্ডে এখানে খোলা যায় নিজস্ব ই-কমার্স স্টোর। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসাকে ডিজিটাল করতে এবং হোয়াটসঅ্যাপে পণ্য বিক্রি করতে সাহায্য করে দুকান। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিজের ব্যবসার নাম নথিভুক্ত করতে হবে। তারপর দিতে হবে পণ্যের তলিকা। ব্যস, কাজ শেষ। অ্যাপটি শুধুমাত্র অনলাইন কেনাকাটার জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Bank Lockers New Rule : ব্যাঙ্ক লকারের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন তো ?
শপম্যাটিক (Shopmatic)
শপম্যাটিক সিঙ্গাপুর ভিত্তিক প্রযুক্তি কোম্পানি। ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের ই-কমার্সে সাহায্য করে। সম্প্রতি এরা সিঙ্গাপুরের রিটেল ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। প্রাথমিক ভাবে খুচরো বাজারের চাহিদা পূরণ করাই শপম্যাটিকের উদ্দেশ্য। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের খুচরো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সহায়ক হতে পারে শপম্যাটিক।
আরও পড়ুন: Loan Repayment|Borrower's Death: মোটা টাকা লোন নেওয়ার পরে ঋণগ্রহীতার মৃত্যুতে টাকা শোধ করবে কে?
মিশো (Meesho)
মিশো একটি ভারতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। ক্ষুদ্র ব্যবসায়ীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের পণ্য বিক্রিতে সাহায্য করে। মিশোর মাধ্যমে ব্যবসায়ীরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে অনলাইন স্টোর খুলতে পারেন। অনেক জায়গা থেকে পুঁজি সংগ্রহ করছে মিশো। হয়ে উঠেছে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম।