TRENDING:

Iron Bars: কমছে গৃহনির্মাণ সামগ্রীর দাম! সব থেকে সস্তা দেশের কোন শহর?

Last Updated:

দেশের অনেক জায়গায়, প্রতি টন ৮৫ হাজার টাকা পর্যন্ত দরে বিকিয়েছিল বার। এখন এর দাম সর্বোচ্চ অনেকটাই কমে ৫৯,০০০ টাকায় নেমে এসেছে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাঁরা নতুন গৃহ নির্মাণের কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। গৃহনির্মাণ সামগ্রীর দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে দেশে। সূত্রের খবর, সবচেয়ে বেশি কমেছে ইস্পাত বারের দাম (Iron Bars)। দুই সপ্তাহে বারের দর টন প্রতি ৪,৫০০ টাকা কমেছে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে বারের দাম আকাশ ছুঁয়েছিল। দেশের অনেক জায়গায়, প্রতি টন ৮৫ হাজার টাকা পর্যন্ত দরে বিকিয়েছিল বার। এখন এর দাম সর্বোচ্চ অনেকটাই কমে ৫৯,০০০ টাকায় নেমে এসেছে বলে জানা গিয়েছে।
কমছে গৃহনির্মাণ সামগ্রীর দাম! সব থেকে সস্তা দেশের কোন শহর?
কমছে গৃহনির্মাণ সামগ্রীর দাম! সব থেকে সস্তা দেশের কোন শহর?
advertisement

এ দেশে বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে নির্মাণ কাজের গতি কমে যায়। বৃষ্টির কারণে নির্মাণকাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রীর চাহিদাও কমেছে। এ কারণেই দাম পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। বারের পাশাপাশি সিমেন্ট ও নুড়ি পাথর, ক্র্যাশারের মতো অন্য নির্মাণ সামগ্রীর দামও কমেছে।

আরও পড়ুন- ইলেকট্রিক প্লাগের তৃতীয় পিনটা কেন থাকে ভেবেছেন কখনও? ওটাই কিন্তু আসল, কারণ জানলে অবাক হবেন

advertisement

দেশে ইস্পাত বারের দামের ওঠাপড়া নজর রাখে করে এমন একটি ওয়েবসাইট আয়রনমার্টের (Ironmart) মতে, গত দুই সপ্তাহে দেশে বারের দাম টন প্রতি ৪৫০০ টাকা কমেছে। বর্তমানে দেশের সবচেয়ে সস্তা বার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। এখানে এর দর চলছে প্রতি টন ৪৭,৩০০ টাকা। পাশাপাশি বারের দাম দেশের মধ্যে সবথেকে বেশি উত্তরপ্রদেশের কানপুরে। সেখানে প্রতি টন বারের দর বর্তমানে ৫৯,৩০০ টাকা।

advertisement

আরও পড়ুন-আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে পারে ঝুলন গোস্বামীর বায়োপিক, চাকদহে শুটিং করবেন অনুষ্কা শর্মা 

গত ২৭ জুলাই, নয়াদিল্লিতে ইস্পাতের দাম ছিল ৫৬,৫০০ টাকা প্রতি টন। ওই দিনই মহারাষ্ট্রের নাগপুরে দর ছিল ৫২,৩০০ টাকা। এখানে দুই সপ্তাহে বারের দাম টন প্রতি ৩,৭০০ টাকা কমেছে বলে জানা গিয়েছে। একইভাবে, জয়পুরে বারের দাম প্রতি টন ৫৫,০০০ টাকা এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৫,৬০০ টাকা বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের ইনদওরে, বার বিক্রি হচ্ছে ৫৩,৭০০ টাকায় এবং পঞ্জাবের মান্ডি গোবিন্দগড়ে প্রতি টন ৫৬,০০০ টাকায়। গুজরাতের ভাবনগরে বারের দর বর্তমানে প্রতি টন ৫৬,০০০ টাকা চলছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই দরের উপর ক্রেতাকে ১৮ শতাংশ জিএসটিও (GST) দিতে হবে।

advertisement

গত এপ্রিল মাসে দেশে বারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এবং দেশের অনেক শহরে বারের দাম টন প্রতি ৮৫ হাজার টাকায় পৌঁছেছিল। এরপর জুন মাসে ব্যাপক দাম কমে। প্রতি টন দর ৪৫ হাজার টাকায় নেমে যায়। জুনের শেষের দিকে দর ফের বাড়তে থাকে। গত ১০ জুলাইয়ের পরে দাম আবার কমতে শুরু করে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Iron Bars: কমছে গৃহনির্মাণ সামগ্রীর দাম! সব থেকে সস্তা দেশের কোন শহর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল