Budget 2025 Live: কেন্দ্রীয় বাজেটের জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। আসলে একাধিক সেক্টরে উল্লেখযোগ্য কী কী সংস্কার হতে চলেছে, সেটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন জনসাধারণ। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নিজের অষ্টম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেট থেকে আমজনতার প্রত্যাশা অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমূল সংস্কার চাইছে শিল্প মহল। আয়কর ছাড়ের আশায় বুক বাঁধছে মুদ্রাস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত। উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিকে তাকিয়ে যুবসমাজ। ১ ফেব্রুয়ারি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় ঘোষণা আসতে চলেছে। আয়কর ছাড়, ক্যাপেক্স বৃদ্ধি, জিএসটি রেশনালাইজেশন-সহ বেশ কিছু ক্ষেত্রে চাহিদা পূরণ হতে পারে।