আরও পড়ুন: ১৬ টি কুকুরছানাকেই পিটিয়ে ‘খুন’, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বর্তমান ট্যাক্স স্ল্যাবে আপাতত ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ইনকাম ট্যাক্সে কর দিত হয় না ৷ ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় ২০ শতাংশ ৷ ১০ লাখ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ট্যাক্স লাগে ৩০ শতাংশ ৷
advertisement
আরও পড়ুন: সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, কুম্ভমেলায় আগুন
সূত্রের খবর, এবার কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কোনও বদলের সম্ভাবনা নেই ৷ বর্তমানে ১ শতাংশ কর্পোরেট ট্যাক্স লাগে ৷
আরও পড়ুন: মহারাষ্ট্রে কং-NCP জোটে ৪৫টি আসনে রফা চূড়ান্ত: পাওয়ার
স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়তে পারে ৷ বর্তমানে ৪০০০০ টাকা বছরে স্ট্যার্ন্ডাড ডিডাকশন পাওয়া যায় ৷ ট্যাক্সে ৫,২০,২০ শতাংশের মধ্যে একটি বিকল্প আনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷