TRENDING:

LPG Cylinder Booking : এই ভাবে সিলিন্ডার বুকিং করলে পেয়ে যাবেন ১০০০ টাকা ক্যাশব্যাক

Last Updated:

পেটিএম থেকে এই ভাবে বুকিং করুন সিলিন্ডার-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্যাসের দোকানে গিয়ে লাইন দিয়ে গ্যাস বুকিং করার দিন শেষ ৷ বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার একাধিক উপায় রয়েছে ৷ ফোন করে বুকিংয়ের পাশাপাশি অনলাইনেও বুকিং করা যেতে পারে গ্যাস ৷ পেটিএম-এর মাধ্যমেও রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল পেটিএম-এর মাধ্যমে বুকিং করলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা দিচ্ছে  সংস্থা ৷
advertisement

পেটিএম-এর বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ৪টি ক্যাশব্যাকের অফার পাওয়া যাচ্ছে ৷ অফারে ৫ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে ৷ ক্যাশব্যাক অফারের প্রোমোকোড GAS1000 ৷ এই প্রোমোকোড ব্যবহার করে গ্রাহকরা ৫ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷ একই ভাবে প্রোমোকোড FREEGAS অফারে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকা প্রত্যেক ৫০০ জন গ্রাহককে দেওয়া হবে ৷ এইউ ক্রেডিট কার্ড থেকে সিলিন্ডারের পেমেন্ট করলে পেটিএম ৫০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ এই অফারের প্রোমোকোড AUCC50 ৷ ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে পেটিএমে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পেমেন্ট করলে ৩০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে ৷ এর জন্য বুকিং করার সময় GASYESCC প্রোমোকোড দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: Gold Silver Price : ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতু, সোনার দাম পেরলো ৫৪ হাজার টাকা, রুপোর দাম ৬৮ হাজার

পেটিএম থেকে এই ভাবে বুকিং করুন সিলিন্ডার-

>> সবার প্রথমে পেটিএম অ্যাপ খুলতে হবে

>> এরপর নীচের দিকে স্ক্রোল করে Book gas Cylinder অপশনে ক্লিক করতে হবে

>> এরপর নিজের গ্যাস প্রোভাইডার যেমন Bharatgas, HP Gas, Indane -র মধ্যে একটি সিলেক্ট করতে হবে

advertisement

আরও পড়ুন: নতুন বছরের আগে SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, FD-তে বাড়ল সুদের হার

>> নিজের এলপিজি আইডি বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে

>> এবার Proceed বটনে ক্লিক করতে হবে

>> এবার যে পেজ খুলবে তার নীচের দিকে Apply Promocode-এ ক্লিক করতে হবে

advertisement

>> চারটি অফারের মধ্যে যেটা আপনি নিতে চাইছেন তার প্রোমোকোড দিতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

>> প্রোমোকোড দেওয়ার পরও পেমেন্ট করতে হবে ৷ পেমেন্ট করার পর আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Booking : এই ভাবে সিলিন্ডার বুকিং করলে পেয়ে যাবেন ১০০০ টাকা ক্যাশব্যাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল