সাদা রঙের যে আধার কার্ড এর সূচনা পর্ব থেকে চলে আসছে, তা আমাদের সকলের কাছেই আছে এবং প্রায় সকলেরই চেনা। কিন্তু এই আধার কার্ডটি বাদে আধার কার্ডের আরও একটি ভ্যরিয়েশন রয়েছে। যার রঙ নীল।
সাদা আধার কার্ডটি বড়দের জন্য ব্যবহার হয় এবং নীল আধার কার্ডটি বাচ্চাদের জন্য। একে বাল আধার কার্ড নাম দেওয়া হয়েছে। ৫ বছরের পর্যন্ত শিশুদের জন্য ২০১৮ সালে এটির ব্যবহার প্রথম শুরু হয়।
advertisement
কী কী পার্থক্য রয়েছে আধার কার্ডের সঙ্গে এই বাল আধারের?
সাধারণ আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক বা আইরিশ স্ক্যানের তথ্য থাকে কার্ডে কিন্তু এক্ষেত্রে তা থাকে না। বাল আধার কার্ডের জন্য আবেদন করতে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের যে কারও আধার কার্ড লাগে।
যখনই বাচ্চার বয়স ৫ এর বেশি হয়ে যাবে তখনই এই বাল আধার কার্ডের কার্যকারিতা শেষ হয়ে যাবে এবং সাধারণ আধার কার্ডের জন্য আবেদন করতে হবে।
যাঁরা সদ্য বাবা-মা হয়েছেন, তাঁরা সন্তানের বাল আধার কার্ডটির জন্য আবেদন করতে পারেন-
১. প্রথমেই এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, সেখানে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে
আরও পড়ুন- আধার কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে? বাড়িতে বসেই এবার বদলে ফেলতে পারবেন....
২. বাচ্চার বার্থ সার্টিফিকেট ও বাবা- মায়ের আধার কার্ড নম্বর দিতে হবে সঙ্গে মোবাইল নম্বর
৩. বাচ্চার একটি ছবি তোলা হবে
৪. বাচ্চার আধার কার্ড নম্বর তার বাবা- মায়ের কার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে
৫. কাজ হয়ে যাওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ নিতে হবে।
রেজিস্ট্রেশন ও ভেরিভিকেশন প্রসেস শেষ হয়ে গেলে একটি মেসেজ আসবে। সব ঠিক থাকলে এই প্রক্রিয়া ৬০ দিন পর বাল আধার হাতে পাওয়া যাবে।
বাল আধার কার্ডের মেয়াদ শেষ হলে কী ভাবে অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে?
বাল আধার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে বায়োমেট্রিক করিয়ে নিতে হবে। যার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লিঙ্ক পাওয়া যাবে।
আরও পড়ুন- আধার কার্ড নম্বর আসল তো? জেনে নিন কীভাবে বুঝবেন...