TRENDING:

PM Kisan: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া

Last Updated:

PM Kisan: পিএম কিষানের ১১তম কিস্তির টাকার জন্য দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষকরা অপেক্ষা করছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য স্বস্তির খবর ৷ এবার আপনাকে ই-কেওয়াইসি-র জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়ার আর দরকার পড়বে না ৷ আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকলে এবার বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ওটিপি জেনারেট করে ই-কেওয়াইসি করতে পারবেন ৷ পিএম কিষান পোর্টালে বেশ কয়েকদিন ধরে ওটিপি-র মাধ্যমে প্রমাণিকরণ বন্ধ রাখা হয়েছিল ৷ তবে আবার এই পরিষেবা চালু করা হল ৷ এছাড়া বায়োমেট্রিক প্রমাণিকরণের জন্য নিকটতম সিএসসি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷
advertisement

আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটারে আগুন লাগছে কেন? ব্যাটারি চালিত যানবাহন কতটা নিরাপদ?

৩১ মে-এর আগে করতে হবে ই-কেওয়াইসি

পিএম কিষানের ১১তম কিস্তির টাকার জন্য দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষকরা অপেক্ষা করছেন ৷ কিন্তু e-KYC না করালে আগামী কিস্তির ২০০০ টাকা আটকে যাবে বলে জানানো হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে ফের ই-কেওয়াইসি শুরু হয়ে গিয়েছে ৷ এবার সহজেই পুরো প্রক্রিয়া বাড়িতে বসেই করতে পারবেন ৷

advertisement

STEP 1: এর জন্য প্রথমে মোবাইল ফোনের ব্রাউজার থেকে pmkisan.gov.in টাইপ করতে হবে ৷ এরপর হোমপেজের নীচে e-KYC লেখাতে ক্লিক করে নিজের আধার নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে ৷

আরও পড়ুন: কলা গাছের কান্ড থেকে বিপুল আয় সম্ভব, জানুন এই ব্যবসার খুঁটিনাটি

STEP 2: এবার এখানে AADHAAR-এর সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর মোবাইল নম্বরে ৪ সংখ্যার ওটিপি আসবে ৷ স্ক্রিনে আসা একটি বক্সে ওটিপি দিতে হবে ৷

advertisement

STEP 3: ফের একবার আধার অথেন্টিকেশনের জন্য বটনে ক্লিক করতে হবে ৷ এখানে ট্যাপ করে ৬ অঙ্কের আরও একটি ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ৷

আরও পড়ুন: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সব ঠিক থাকলে eKYC পুরো হয়ে যাবে না হলে Invalid লেখা আসবে ৷ সে ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে ঠিক করাতে হবে ৷ eKYC আগে থেকে করা থাকলে eKYC is already done মেসেজ আসবে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনায় দেশের প্রায় ১২ কোটির বেশি কৃষকরা নথিভুক্ত রয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল