আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটারে আগুন লাগছে কেন? ব্যাটারি চালিত যানবাহন কতটা নিরাপদ?
৩১ মে-এর আগে করতে হবে ই-কেওয়াইসি
পিএম কিষানের ১১তম কিস্তির টাকার জন্য দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষকরা অপেক্ষা করছেন ৷ কিন্তু e-KYC না করালে আগামী কিস্তির ২০০০ টাকা আটকে যাবে বলে জানানো হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে ফের ই-কেওয়াইসি শুরু হয়ে গিয়েছে ৷ এবার সহজেই পুরো প্রক্রিয়া বাড়িতে বসেই করতে পারবেন ৷
advertisement
STEP 1: এর জন্য প্রথমে মোবাইল ফোনের ব্রাউজার থেকে pmkisan.gov.in টাইপ করতে হবে ৷ এরপর হোমপেজের নীচে e-KYC লেখাতে ক্লিক করে নিজের আধার নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে ৷
আরও পড়ুন: কলা গাছের কান্ড থেকে বিপুল আয় সম্ভব, জানুন এই ব্যবসার খুঁটিনাটি
STEP 2: এবার এখানে AADHAAR-এর সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর মোবাইল নম্বরে ৪ সংখ্যার ওটিপি আসবে ৷ স্ক্রিনে আসা একটি বক্সে ওটিপি দিতে হবে ৷
STEP 3: ফের একবার আধার অথেন্টিকেশনের জন্য বটনে ক্লিক করতে হবে ৷ এখানে ট্যাপ করে ৬ অঙ্কের আরও একটি ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ৷
আরও পড়ুন: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও
সব ঠিক থাকলে eKYC পুরো হয়ে যাবে না হলে Invalid লেখা আসবে ৷ সে ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে ঠিক করাতে হবে ৷ eKYC আগে থেকে করা থাকলে eKYC is already done মেসেজ আসবে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনায় দেশের প্রায় ১২ কোটির বেশি কৃষকরা নথিভুক্ত রয়েছেন ৷