TRENDING:

EPFO-র বড় খবর! কেন্দ্রের পক্ষ থেকে পেনশনভোগীদের বড়সড় উপহার

Last Updated:

EPFO: ইপিএফওর অত্যন্ত বড় সিদ্ধান্ত, ইপিএফওর এই সিদ্ধান্ত পেনশনভোগীদের জন্য পরিস্থিতি অত্যন্ত সহজ সরল করে দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মী ও মালিকপক্ষের মধ্যে একটি সমন্বয় সাধন করার জন্য লিটিগেশন পলিসি নিয়ে আসবে ৷ দু'পক্ষের মধ্যে সমস্যা যাতে না হয় অধিকার সুরক্ষিত রাখতে হবে ৷ পেনশনভোগীদের জন্যও সরকারের পদক্ষেপ তুলতে পারে ৷ ইপিএফও-র বোর্ড ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটের জন্য Face Authentication Technology-এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

ইপিএফওর পক্ষ থেকে শনিবার ৭৩ লক্ষেরও বেশি পেনশন ধারকের চেহারা প্রমাণপত্র বা Face Authentication Technology-র মাধ্যমে ডিজিট্যাল জীবন প্রমাণপত্র জমা করার অনুমতি দিয়েছে ৷ ফলে এই সুবিধার শুভ সূচনাও করা হয়েছে ৷ Face Authentication Technology পদ্ধতি পেনশনভোগীদেরকে বিশেষ ভাবে সহায়তা করবে ৷ যাঁরা জীবন প্রমাণপত্র জমা দিতে চান তাঁরা বৃদ্ধাবস্থার কারণে বায়োমেট্রিক (ফিঙ্গার প্রিন্ট বা আইরিস) মাধ্যমে ভেরিফিকেশনেক সমস্যায় পড়েন তাঁদের জন্যই শ্রমমন্ত্রকের অত্যন্ত বড় উদ্যোগ ৷

advertisement

সেই সমস্ত মানুষের জন্যই Face Authentication Technology পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে ৷ সর্বপ্রথমে সিবিটির ২৩১তম বৈঠকে পেনশনভোগীদের জন্য ইপিএফের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন বা বদল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার Central Pension Payment System for Pensioners এবার থেকে পেনশন গণনার ক্ষেত্রে ডিজিট্যাল গণনায় মঞ্জুরি দিয়েছে ইপিএফও ৷

আরও পড়ুন:  PM Kisan Samman Nidhi Yojana: বড় খবর! পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে আসছে ১২তম ২ হাজার টাকা

advertisement

আরও পড়ুন:  National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন লিঙ্কড বিমা যোজনার ক্যালকুলেটর লঞ্চ করা হয়েছে ৷ যাতে পেনশনভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের পেনশন ও মৃত্যুর বিমা লাভের ক্ষেত্রে অনলাইন গণনায় বিশেষ সুবিদা প্রদান করা হয়ে থাকে ৷ যিনি দাবিদার তাঁর অ্যাকাউন্টে পেনশনের টাকা জমা পড়বে ৷ অত্যন্ত সহজসাধ্য বিষয় এটি ৷ একই সঙ্গে ESIC-কে আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়তে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO-র বড় খবর! কেন্দ্রের পক্ষ থেকে পেনশনভোগীদের বড়সড় উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল