আসলে রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, বিভিন্ন সময়ে একাধিক পরিবর্তন করেছে ভারতীয় রেল। যাঁরা ট্রেনে ভ্রমণ করেন তাঁদের জন্য এই বিষয়গুলির খবর রাখা গুরুত্বপূর্ণ। এর কিছু নিয়ম সম্পর্কে জেনে রাখাও জরুরি।
আরও পড়ুন: দেশের দুটি বড় ব্যাঙ্ক বদলাল FD-র সুদের হার, আপনারও অ্যাকাউন্ট রয়েছে
নিয়মগুলো জানলে রেল যাত্রার সময় ঝঞ্ঝাটে পড়তে হবে না: প্রতিদিন কোটি কোটি যাত্রী চড়েন ভারতীয় রেলে। কেউ লোকাল তো কেউ দূরপাল্লার ট্রেনে। কিন্তু এই যাত্রীদের বেশিরভাগই রেলপথে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে অবগত নন। এর ফলে মাঝে মধ্যেই তাঁদের নানা সমস্যায় পড়তে হয়। ট্রেন ভ্রমণ সংক্রান্ত এই নিয়মগুলো মেনে চললে পথে অনেক ঝামেলা থেকে রক্ষা মিলবে।
advertisement
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, বগি বা কামরায় কোনও যাত্রী মোবাইলে উচ্চস্বরে কথা বলতে বা গান শুনতে পারবেন না। এমনটা চললে অন্যান্য যাত্রীদের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। রাতের দিকে ঘুম চৌপাট হওয়াও বিচিত্র নয়। তাই এই নয়া নিয়ম চালু করল ভারতীয় রেল। এতে ট্রেন যাত্রা আরও শান্তিতে এবং নিরুপদ্রব হবে বলেই মনে করা হচ্ছে।
আসলে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল রেল দফতরে। বিভিন্ন সময়ে যাত্রীরা জানিয়েছেন, জোরে কথা বলা কিংবা গান শোনার জন্য তাঁদের ঘুমে ব্যাঘাত হচ্ছে। সেই সমস্যা মেটাতেই এ হেন পদক্ষেপ রেলের।
আরও পড়ুন: ইভি-র স্টকে বড় সম্ভাবনা, বিনিয়োগের ঝুলি নিয়ে হাজির ‘সোনা’ও, আপনি কিনেছেন তো?
নিয়ম কী: রেলের নয়া নিয়ম অনুযায়ী, রাত ১০টার পর কেউ কোনও বগি বা কোচে মোবাইলে উচ্চৈস্বরে কথা বললে বা গান শুনলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নিয়ম কার্যকর হওয়ার পর কোনও সমস্যা ছাড়াই এবার থেকে শান্তিতে ট্রেনে ঘুমোনো যাবে বলে মনে করছেন যাত্রীরা। নির্দিষ্ট সময় অর্থাৎ রাত দশটার পর যদি কেউ এই নিয়ম ভাঙেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন যাত্রীরা। এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।