ইভি-র স্টকে বড় সম্ভাবনা, বিনিয়োগের ঝুলি নিয়ে হাজির ‘সোনা’ও, আপনি কিনেছেন তো?

Last Updated:

বহু মিউচুয়াল ফান্ডও বৈদ্যুতিন যানবাহন সম্পর্কিত কোম্পানিগুলোতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখছে।

#কলকাতা: ভবিষ্যৎ লাভের কথা মাথায় রেখেই পুঁজির বাজারে বিনিয়োগ করা উচিত। এমনই বলেন বিশেষজ্ঞরা। আগামী দিন ইলেকট্রিক গাড়ির। তাই এই শিল্পে, বলা ভাল ইভি স্টকে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ইভি স্টকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। তাহলেই বড়সড় মুনাফা অর্জন করা সম্ভব। আজকে যে সব কোম্পানির স্টক দ্রুত গতিতে বাড়ছে আগামিকাল সেগুলোই দৈত্যাকার রূপ নেবে। তাই এখন বহু মিউচুয়াল ফান্ডও বৈদ্যুতিন যানবাহন সম্পর্কিত কোম্পানিগুলোতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখছে।
advertisement
advertisement
তবে এই ট্রেন্ড নতুন নয়। গত কয়েক বছর ধরেই মিউচুয়াল ফান্ডগুলো বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর শেয়ারে বাজি ধরছে। একইসঙ্গে গত কয়েক মাসে ইভি খাতে নির্বাচিত সংস্থাগুলিতে বিনিয়োগের পরিমাণও কয়েকগুণ বাড়ানো হয়েছে। কিন্তু এদের মধ্যে একটা কোম্পানি কিছুটা ভিন্ন। এদের বৈদ্যুতিক যানবাহন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এবং সেই সঙ্গে এরা দুর্দান্ত বিনিয়োগের সুযোগও দিচ্ছে। এই অটো কম্পোনেন্ট এবং ইকুইপমেন্ট কোম্পানি হল সোনা বিএলডব্লিউ প্রিসিশন হোল্ডিংস।
advertisement
কীসের ব্যবসা করে কোম্পানি: সোনা বিএলডব্লিউ প্রিসিশন বেভেল গিয়ার, ডিফারেনশিয়াল কেস অ্যাসেম্বলি, স্বয়ংচালিত এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য সিঙ্ক্রোনাইজার রিং তৈরি করে। এ দেশে কোম্পানির পাঁচটি উৎপাদন কারখানা রয়েছে। এর মধ্যে তিনটি গুরগাঁওতে, একটি মানেসারে এবং অন্যটি পুণেতে অবস্থিত৷ কোম্পানিটি ২০১৯ সালের জুলাই মাসে এ কমস্টার অটোমোটিভ টেকনোলজিস অধিগ্রহণ করে। বর্তমানে দুটি প্রতিষ্ঠান মিশে একটি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করার প্রক্রিয়া চলছে।
advertisement
সিএটিপিএল স্টার্টার মোটর, স্টার্টার মোটর কিট এবং অটোমোটিভ সেক্টরে ব্যবহৃত অল্টারনেটর তৈরি করে। এর উৎপাদন ইউনিটগুলি চেন্নাই, টেকুমসেহ (মার্কিন যুক্তরাষ্ট্র), হ্যাংজু (চিন) এবং ইরাপুয়াটো (মেক্সিকো)-তে অবস্থিত। সম্প্রতি, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়েছে এই কোম্পানি। শুধু তাই নয়, এই সেগমেন্ট থেকে আয়ও বাড়িয়েছে। ২০১৮-১৯ আর্থিক বছরে ১.৩ শতাংশ থেকে জুন ২০২২ ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ। অ্যাক্সিস, এসবিআই, আদিত্য বিড়লা এবং নিপ্পন ইন্ডিয়ার মতো বহু মিউচুয়াল ফান্ড এই কোম্পানির স্টকে বিনিয়োগ করেছে এবং সংস্থায় নিজেদের অংশীদারিত্বও বাড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইভি-র স্টকে বড় সম্ভাবনা, বিনিয়োগের ঝুলি নিয়ে হাজির ‘সোনা’ও, আপনি কিনেছেন তো?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement