TRENDING:

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য Big Alert, আজ মিলবে না এই পরিষেবাগুলি

Last Updated:

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডশনের জেরে YONO অ্যাপ ও লাইটেও প্রভাব পড়বে ৷ তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনি কী স্টেট ব্যাঙ্কের গ্রাহক ? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ নিজের কোটি কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করল স্টেট ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে একদিনের জন্য সমস্ত রকমের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা  পাওয়া নাও যেতে পারে ৷ তবে হ্যাঁ এটিএমের মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারবেন ৷ এই বিষয়ে এসবিআই-এর তরফে একটি ট্যুইট করা হয়েছিল ৷
advertisement

এসবিআই ট্যুইটে জানিয়েছিল, ‘গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম আরও আপগ্রেড করা হচ্ছে ৷ আপগ্রেড করার সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO লাইটে 8 নভেম্বর ২০২০ কাজ না করতে পারে ৷ আপনাদের এই সমস্যার সম্মুখিন হওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ৷’

এসবিআই ট্যুইটের মাধ্যমে এই বিষয় জানিয়েছে যাতে গ্রাহকরা সেই হিসেবে নিজেদের কাজের প্ল্যানিং করতে পারেন ৷ এবং কোনও সমস্যায় যাতে না পড়তে হয় ৷ এদিন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও কাজ করতে চাইলে সমস্যায় পড়তে হতে পারে ৷

advertisement

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডশনের জেরে YONO অ্যাপ ও লাইটেও প্রভাব পড়বে ৷ তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখতে ৷

এসবিআই-এ ব্যালেন্স জানার জন্য রেজিস্টার মোবাইল নম্বর থেকে 9223766666 টোল ফ্রি নম্বরে মিসড কল দিতে হবে ৷ এছাড়া ব্যালেন্স জানার জন্য 09223766666 নম্বরে 'BAL' লিখে এসএমএস করতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর ব্যালেন্সের বিষয়ে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে ৷ তবে এর জন্য আপনার মোবাইল নম্বর ব্যাঙ্কে রেজিস্টার থাকতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য Big Alert, আজ মিলবে না এই পরিষেবাগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল