TRENDING:

Bhai Phonta Investment: ভাইফোঁটায় এই উপহার দিন, মুখে হাসি তো ফুটবেই, আর্থিক ভাবেও লাভবান হবেন বোন!

Last Updated:

Bhai Phonta Investment: ভাই বা বোনের যদি খুব তাড়াতাড়ি কিছু করার পরিকল্পনা থাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া যায়। কিংবা ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা ফেলবেন বোনেরা। তারপর উপহার বিনিময়, ভূরিভোজ। ফিরে আসবে শৈশবের মিষ্টি মুহূর্ত। কিন্তু উপহার কেমন হবে? যা হাতে পেলেই হাসি ফুটবে ভাই বা বোনের মুখে।
ভাইফোঁটায় এই উপহার দিন, মুখে হাসি তো ফুটবেই, আর্থিক ভাবেও লাভবান হবেন বোন
ভাইফোঁটায় এই উপহার দিন, মুখে হাসি তো ফুটবেই, আর্থিক ভাবেও লাভবান হবেন বোন
advertisement

সময় বদলায়। ভাইবোনের বন্ধন একই থাকে। তাই বলে তো আর আদ্যিকালের উপহার দেওয়া যায় না। বরং উপহার হতে হবে সময়ের সঙ্গে মানানসই। পাশাপাশি ‘অর্থবহ’। হ্যাঁ, এমন উপহার যা ভবিষ্যতে রিটার্ন দেবে।

উপহার বললে দামি পারফিউম, ব্যাগ বা ভাই-বোনের পছন্দের কিছুই মাথায় আসে। এসব খারাপ নয় মোটেই। কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে এই ধরনের উপহার কোনও ছাপ ফেলে না। স্মৃতি হয়েই থেকে যায়। তাই চিরাচরিত গতে বাঁধা পথে না হেঁটে অন্যরকম কিছু ভাবতে হবে।

advertisement

আরও পড়ুন: বিরাটের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে চোখে জল অনুষ্কার! স্ত্রীকে চুমু ছুড়ে দিলেন ক্রিকেটার

সেটা কী? এই ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলে নেওয়াই ভাল। আর্থিক পরিকল্পনা কী? বা কী কী আর্থিক লক্ষ্য সে অর্জন করতে চায়? ভাই বা বোনকে খোলাখুলি জানাতে হবে, ‘তোর আর্থিক লক্ষ্যে সম্পূর্ণ বা আংশিক সাহায্য করতে চাই’।

advertisement

মিউচুয়াল ফান্ড: ভাই বা বোনের যদি খুব তাড়াতাড়ি কিছু করার পরিকল্পনা থাকে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া যায়। কিংবা ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। হাতে কয়েক মাস সময় থাকলে লিকুইড ফান্ডে। এক বছর বা তার বেশি সময় থাকলে মানি মার্কেট ফান্ড বা অতি স্বল্পমেয়াদি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।

আর যদি কয়েক বছর সময় পাওয়া যায় তাহলে কর্পোরেট বন্ড ফান্ড, ব্যাঙ্কিং বা পিএসইউ ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ করা যায়। আর্থিক বিশেষজ্ঞরা কয়েকটি ফান্ডে বিনিয়োগের সুপারিশ করেছেন। সেগুলি হল – কর্পোরেট বন্ড ফান্ড: এইচডিএফসি কর্পোরেট বন্ড ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ কর্পোরেট বন্ড ফান্ড, আইসিআইসিআই প্রুডেনসিয়াল, কর্পোরেট বন্ড ফান্ড, সুন্দরম কর্পোরেট বন্ড ফান্ড| ব্যাঙ্কিং এবং পিএসইউ ফান্ড: আইডিএফসি ব্যাঙ্কিং এবং পিএসইউ ঋণ তহবিল, অ্যাক্সিস ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ ঋণ তহবিল, আদিত্য বিড়লা সান লাইফ ব্যাঙ্কিং এবং পিএসইউ ঋণ তহবিল, ডিএসপি ব্যাঙ্কিং এবং পিএসইউ ঋণ তহবিল, কোটাক ব্যাঙ্কিং এবং পিএসইউ ঋণ তহবিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ভাই বা বোন যদি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জন করতে চান, তাহলে এসআইপি-তে বিনিয়োগ করাই উচিত। আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আদর্শ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bhai Phonta Investment: ভাইফোঁটায় এই উপহার দিন, মুখে হাসি তো ফুটবেই, আর্থিক ভাবেও লাভবান হবেন বোন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল