এই শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বিনিয়োগকারীদের সামনে রাজ্যের বদলে যাওয়া শিল্প পরিস্থিতি, উন্নত পরিকাঠামো ও কর্মসংস্কৃতির দিকগুলি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ৷ তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিছিলে, এবার তাঁর লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান ৷ রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ও বাংলাকে শিল্প মানচিত্রে তুলে ধরতে তাই এই বাণিজ্য সম্মেলনকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন ৷
advertisement
মূলত এই শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বাংলাকে একটু আলাদা ভাবে উপস্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । শিল্প পরিকাঠামো, সুদক্ষ ও পরিশ্রমী শ্রমিক, খনিজ দ্রব্য এবং কাঁচামালের ভান্ডার নিয়ে বাংলা তাঁদের জন্য অপেক্ষা করছে বলে শিল্পপতিদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেখানেই এবার রাজ্য সরকারের তুরুপের তাস পারে ব্রিটেন থেকে আসা প্রতিনিধি দল।
আরও পড়ুন: জঙ্গলমহলে জাঁকিয়ে বসছে মাও আতঙ্ক, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁচ তৃণমূল নেতা
ইতিমধ্যেই কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো জানিয়েছেন, "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এ এতবড় প্রতিনিধিদল নিয়ে বাংলায় আসতে পেরে আমি আনন্দিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী ২০৩০ সালকে সামনে রেখে যে রোডম্যাপ তৈরি করেছেন তাতে ভারত এবং ব্রিটেনের মধ্যে শিল্প ও বাণিজ্য সহযোগিতা তথা বিনিয়োগের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই আমরা এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করছি । আমরা পশ্চিমবঙ্গে ইউকে'র বিনিয়োগ এবং অংশীদারিত্ব বাড়াতে চাই ।''
আরও পড়ুন: দিঘায় মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড, মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
প্রসঙ্গত, এই রাজ্যে যে সমস্ত ব্রিটিশ সংস্থা রয়েছে তারা পশ্চিমবঙ্গে আরও বেশি বিনিয়োগ করতে চাইছে। ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো আশা প্রকাশ করেন, দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধিদল শিক্ষা,পর্যটন,পরিবহণ ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোগী হতে পারে। এখন দেখার বাস্তবে সেই বিনিয়োগের পরিমান কী দাঁড়ায়।