TMC leaders appeal for security in Bankura: জঙ্গলমহলে জাঁকিয়ে বসছে মাও আতঙ্ক, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁচ তৃণমূল নেতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধ ডেকেছিল মাওবাদীরা৷ রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা, বারিকুলের মতো বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এই বনধের ব্যাপক প্রভাব পড়ে৷
#বাঁকুড়া: এক সময় মাওবাদীদের নিশানা হয়ে উঠেছিলেন বাম নেতারা৷ আতঙ্কে এলাকাছাড়া হয়েছিলেন বহু বাম নেতা-কর্মী৷ জঙ্গলমহলে তৎকালীন শাসক দলের নেতা, কর্মীদের মৃতদেহ উদ্ধারও রুটিন হয়ে দাঁড়িয়েছিল৷ কিন্তু রাজ্যে পালা বদলের পর ধীরে ধীরে মাও আতঙ্ক ভুলেছিল জঙ্গলমহল৷
কিন্তু গত কয়েক মাসে জঙ্গলমহলে ফের বেড়েছে মাওবাদী তৎপরতা৷ বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মিলেছে মাওবাদী পোস্টার, এমন কি উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন৷ মাওবাদী পোস্টারে হুমকি দেওয়া হয়েছে বর্তমান শাসক দল তৃণমূলের নেতাদের৷ তার পর থেকেই আতঙ্কে ভুগছেন জঙ্গলমহলের শাসক দলের নেতারা৷ আর সেই আতঙ্ক থেকেই পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন বাঁকুড়ার পাঁচ জন তৃণমূল নেতা৷
advertisement
advertisement
সূত্রের খবর, বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের তৃণমূলের সভাপতি চিত্ত মাহাতো ইতিমধ্যেই নিরাপত্তা বৃদ্ধির জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন৷ এই মুহুর্তে একজন নিরাপত্তারক্ষী রয়েছে ওই তৃণমূল নেতার৷ কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছেন না চিত্ত বাবু৷ একা চিত্ত মাহাতো নয়, রানিবাঁধ ব্লকেরই আরও পাঁচ জন তৃণমূল নেতা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলে খবর৷
advertisement
গত ৮ এপ্রিল জঙ্গলমহলে বনধ ডেকেছিল মাওবাদীরা৷ রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা, বারিকুলের মতো বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এই বনধের ব্যাপক প্রভাব পড়ে৷ মাওবাদীরা যে তৎপর হচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফেও সে বিষয়ে রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে৷ মাও তৎপরতা দমনে জঙ্গলমহল সফর করেছেন রাজ্য পুুলিশের ডিজি মনোজ মালব্য৷ সবমিলিয়ে ধীরে ধীরে ফের মাও আতঙ্ক গ্রাস করছে জঙ্গলমহলের বাসিন্দাদের৷
advertisement
রানিবাঁধের তৃণমূল ব্লক সভাপতি চিত্ত মাহাতোর অবশ্য অভিযোগ, জনবিচ্ছিন্ন হয়ে পড়ে বিরোধীরাই মাওবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে৷ পাল্টা বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অভিযোগ, তৃণমূল নেতারা যে পাহাড় প্রমাণ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, মাও হুমকির জেরে পুলিশি নিরাপত্তা চাওয়াতেই তা প্রমাণিত৷
Mrityunjoy Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2022 8:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC leaders appeal for security in Bankura: জঙ্গলমহলে জাঁকিয়ে বসছে মাও আতঙ্ক, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পাঁচ তৃণমূল নেতা